গাব্বায় শুরু বৃষ্টি, বন্ধ ম্যাচ, প্রথম ইনিংসে চাপে ভারত
Rain begins at Gabba, match called off, India under pressure in first innings

Truth Of Bengal: ব্রিসেবেন বৃষ্টির ভ্রূকূটির আভাস আগেই দিয়েছিল অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর। সেটা যে ভুল ছিল না তা প্রমাণ হল গাব্বার তৃতীয় টেস্টের তৃতীয় দিনেই। মাত্র ১৪ ওভার ভারত ব্যাট করার পরই, বৃষ্টি নামে। ফলে বন্ধ হয়ে যায় ম্যাচ। সেই সময় স্কোরবোর্ডে ভারত ৪ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে।
রবিবারের ম্যাচের শেষে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪০৫ রান। ক্রিজে অপরাজিত ছিলেন স্টার্ক ও ক্যারি। সোমবার সকালে অর্ধ্বশতরান পূর্ণ করার পর আরও বেশ কিছুক্ষণ ক্রিজে থেকে ব্যক্তিগত ৭০ রানের মাথায় ক্যারিকে সাজঘরে পাঠান আকাশদীপ।
অন্য দিকে কামিন্সকে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। অবশ্য ততক্ষণে সাড়ে চারশো রানের গণ্ডির দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে বুমরার ঝুলিতে উঠল একটি উইকেট। মিচেল স্টার্ক ১৮ রানের মাথায় বুমরার বলে পন্থের হাতে ধরা পড়েন। অপর ব্যাটসম্যান নাথাম লায়ন বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ২ রান করেই সিরাজের বলে বোল্ড আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফলে অস্ট্রেলিয়া আর সাড়ে চারশো রানের গণ্ডি পার করতে পারল না। ক্যাঙারুদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৪৪৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধ্বসের মুখে পড়ল ভারত। অ্যাডিলেডের মত এই টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হলেন যশস্বী। মাত্র ৪ রান করে মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়লেন তিনি। তথৈবচ অবস্থা শুভমন গিলেরও। টিম ম্যানেজমেন্টের তাঁকে নিয়ে অনেক আশা-প্রত্যাশা থাকলেও, কাজের কাজ কিছুই করতে পারলেন না শুভমনও। তারমধ্যেও কিছুটা লড়াই করছেন কেএল রাহুল। তিনি অপরাজিত আছেন ৩০ রানে।
ব্যর্থের তালিকায় সবচেয়ে বড় নাম বিরাট কোহলি এবং ঋষভ পন্থ । দুজনের সংগ্রহ মাত্র ১২ রান। ইতিমধ্যেই পারথের টেস্টের দ্বিতীয় ইনিংসের পর আবারও ব্যর্থ বিরাট। ইতিমধ্যেই তাঁর ফর্ম নিয়ে সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। হতাশ তাঁর ফ্যানরাও। হ্যাজালউড এবং কামিন্স দুজনকে সাজঘরের পথ দেখান। এখন রাহুলের সঙ্গে এখন ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত। এখন এই জুটির ওপরই ভারতের প্রথম ইনিংসের ভবিষ্যৎ নির্ভর করছে।