খেলা

টিম ইন্ডিয়ার প্রস্তাব ফেরালেন পন্টিং

Ponting said that it is not possible for him to accept this proposal

The Truth of Bengal : জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হবে। এরপর তাঁর আর মেয়াদ বাড়ানো হবে না। BCCI নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাও কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এই তালিকায় রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। এবার তিনি আনুষ্ঠানিকভাবে কোচের প্রস্তাব পাওয়ার কথা জানালেন এবং সেটা যে তিনি খারিজ করেছেন সেটাও জানালেন। কোচ হওয়ার জন্য যাঁদের সঙ্গে ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছিল তাঁদের মধ্যে রয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং, দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এবং কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।

প্রস্তাব পেয়েছেন সেকথা স্বীকার করে নিয়ে পন্টিং জানিয়েছেন, “সাধারণত এই ব্যাপারগুলো আগে সোশাল মিডিয়ায় আসে, তারপর আমাদের কাছে। তবে একথা সত্যি যে আইপিএল চলাকালীন একাধিকবার কথাবার্তা হয়েছে। মূলত ওরা জানতে চেয়েছিল আমি আবেদন করব কি না। আমার আগ্রহ কতটা সেটাই জানতে চেয়েছিল।” তবে পন্টিং জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।  রিকি পন্টিং IPL-এর পাশাপাশি মেজর লিগ ক্রিকেটেও কোচিং করান। আর দুটো ক্ষেত্রেই তাঁকে মোট পাঁচ মাস কোচিং করাতে হয়। যেখানে BCCI-এর প্রস্তাব মেনে ভারতীয় দলের কোচ হলে তাঁকে কম করে ৯ মাস দলের সঙ্গে থাকতে হবে, শুধু তাই নয়, তিনটে ফর্ম্যাটে কোচিং করাতে হবে, এখন তিনি শুধু টি-২০ তে কোচিং করান।

পন্টিং বলছেন, “আমি হয়তো কোনও এক সময় কোনও জাতীয় দলের কোচ হতে চাইব। কিন্তু এখন আমি পরিবারকে আরও খানিকটা সময় দিতে চাই। তাছাড়া সবাই জানে ভারতীয় দলের কোচ হলে আইপিএল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সেটা আমি করতে চাই না। তবে এই মুহূর্তে এই চাকরি আমার জীবন যাত্রার ধরণের সঙ্গে ঠিক খাপ খায়না।”

 

Related Articles