খেলারাজ্যের খবর

আবারও দুর্গম শৃঙ্গ জয়ের অভিযানে পিয়ালী

Piyali on the expedition to conquer the remote peaks again

Truth of Bengal: পর্বতই তাঁর কাছে সব। পর্বতের টানেই বার বার মৃত্যুভয়কে উপেক্ষা করে তাঁর শিখর ছুঁয়েছেন বাঙালি পর্বতারোহী চন্দননগরের কাঁটাপুকুরের বসাক বাড়ির বড় মেয়েটি। পর্বতারোহণের ক্ষেত্রে যাঁর নাম ইতিমধ্যেই গোটা বাঙালি সমাজের পাশাপাশি সমাদৃত হয়েছে বিদেশের মাটিতেও। তিনি হলেন পিয়ালী বসাক। এর আগে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, দুর্গম অন্নপূর্ণা, ধৌলগিরি, মাকালুর মত দুর্গম শৃঙ্গের শিখর জয় করে দেশের মানকে উজ্জ্বল করে তুলেছিলেন পেশায় শিক্ষিকা পিয়ালী।

পৃথবীর উচ্চতম শৃঙ্গের পাশাপাশি তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং ওয়ার্ল্ড অব স্ট্রম নামে খ্যাত ধৌলগিরি জয় করলেও এখানেই থেমে থাকতে চাননি পিয়ালী। এবার তাঁর লক্ষ্য আরও দুটি আট হাজারি শৃঙ্গ চোইয়ু ও শিশাপাংমা শৃঙ্গ স্পর্শ করা। এই দুটি শৃঙ্গের উচ্চতা যথাক্রমে ৮, ১৮৮ মিটার ও ৮,০২৭ মিটার। আট হাজার মিটার শৃঙ্গগুলি ছাড়াও পিয়ালি আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন।

পিয়ালী এর চোইয়ু পর্বতের দক্ষিন দিক থেকে, চেষ্টা করলেও তুষার ঝড় সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। বাধ্য হয়ে শৃঙ্গজয় থেকে বিরত থাকতে হয় পিয়ালীকে। কিন্তু হাল ছাড়ার পাত্রী নন তিনি। এবার ফের এই শৃঙ্গ আরোহণের উদ্দেশেই ফের যাত্রা করবেন তিনি। চিনের দিক দিয়ে অভিযানের পরিকল্পনা রয়েছে তাঁর।

আগামী ৭ এপ্রিল অভিযানের জন্য চন্দননগর থেকে রওনা দেবেন পিয়ালি। মোট অভিযানে তাঁর সময় লাগবে দুই মাসের মত। তাঁর এবারের অভিযানের মূল উদ্দেশ্যই হল পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা বহন করা।

তবে এবারের অভিযানে পিয়ালীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কর্পোরেট সংস্থা। তার ফলে এতদিন যে অর্থ সঙ্কটকে মাথায় করে পর্বতের শিখর উঠেছিলেন পিয়ালী এবার তা থেকে মুক্তি পেলেন এই বাঙালি পর্বাতারোহী। পিয়ালীর অভিযানের জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই কর্পোরেট সংস্থার পক্ষ থেকে।

পিয়ালী এতদিন বিভিন্ন পর্বত আরোহণের বিশাল খরচের অনেকটা জোগাড় করতেন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। তবে এই দুটি শৃঙ্গ উঠতে পিয়ালীর মোট খরচ হবে আনুমানিক ৪০ লক্ষ টাকা। তাই এখনও বহু টাকার প্রয়োজন। তবে ইতিমধ্যেই অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে পিয়ালীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

এভারেস্ট, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা, ধৌলিগিরিরি শৃঙ্গ স্পর্শ করার স্বাদ পেয়েছেন পিয়ালী। এবারও তাই স্বপ্ন দেখছেন চুইয়ু ও শিশাপাংমা জয় করা। সাবাস পিয়ালী আপনি এগিয়ে যান। আরও আরও দুর্গম পর্বতের শিখর আপনি জয় করে সুস্থ শরীরে সফল হয়েই আমাদের মাঝে ফিরে আসুন।

Related Articles