খেলা

পঙ্গল উৎসবের নৃত্য পরিবেশনা আনন্দ-গুকেশের

Pangal festival dance performance by Anand-Gukesh

Truth Of Bengal : দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলদের অন্যতম উৎসব হল পঙ্গল। নতুন বছরে যাতে কৃষির উৎপাদন ভাল হয়, সেই কারণে দেবতা সূর্যের কাছে আরাধনা করাই হচ্ছে এই উৎসবের অন্যতম রীতি। তামিল পঞ্জিকা অনুসারে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই উৎসব পালিত হয়ে থাকে। অন্যবারের মতো এবারও নিজেদের বাড়ির পারিবারিক রীতি মেনে পঙ্গল উৎসব অনুষ্ঠিত হল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বাড়িতে। সেই উৎসবেই আনন্দের বাড়িতেই এবার যেন বিশ্ব দাবাড় খ্যাতনামা তারকারা উপস্থিত হয়েছিলেন। ছিলেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশও।

আনন্দের বাড়িতে এই অনুষ্ঠানে গুকেশ ছাড়াও সামিল হয়েছিলেন প্রজ্ঞানন্দা, বিদিত গুজরাতিরা। এরপরই সবাই বিশেষ পোষাক পড়ে নৃত্যও পরিবেশন করেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, আনন্দের বাড়িতে গুকেশ, প্রজ্ঞা সহ বিশিষ্ট দাবাড়ুর এই উপস্থিতি শুধু যে পঙ্গল উৎসবের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, তুলে ধরল ভারতীয় দাবার এক ভাতৃত্ব ও ঘনিষ্ট বন্ধুত্বের মেলবন্ধনও।