আইএসএল-এর মঞ্চে বর্ণবৈষম্যের অভিযোগ তুললেন ব্রাজিলিয়ান দিয়াগো মরিশিও
Odisha footballer Diego Mauricio alleges racism

Truth Of Bengal: ভুবনেশ্বর : এবার বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন ওড়িশার অন্যতম ফুটবলার দিয়াগো মরিশিও। আইএসএল-র খেলা চলাকালীন তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে জানান লোবেরার দলের এই ফুটবলারটি। তবে কোন ম্যাচে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন সে কথা উল্লেখ করেননি। মরিশিওর ক্লাব ওড়িশা এফসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই অভিযোগ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওড়িশার এফসির পক্ষ থেকে লেখা হয়েছে, এটা খুবই নক্ক্যরজনক একটা ঘটনা। দিয়াগো মরিশিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। এই ধরণের ঘটনা কখনই কাম্য নয়। শুধু খেলাধুলোই নয়, সমাজে বর্ণবিদ্বেষবাদীদের কোনও স্থান নেই। বর্ণবিদ্বেষ হল সেই ঘটনা, যা খেলাধুলোর উন্নতিতে প্রভূত বাঁধা সৃষ্টি করে প্রতিনিয়ত।
ওড়িশা এফসির পক্ষ থেকে আরও বলা হয়, যাঁর যেখানেই জন্মস্থান হোক না কেন, প্রত্যেককে সম্মান করা উচিত। ফুটবল কু-সংস্কার মানে না। ফুটবল ভ্রাতৃত্বের সৃষ্টি করে। সৌহাদ্যের বার্তা দেয়। একজন ফুটবলার সে ধর্মের হোক না কেন, যে জাতিরই হোক না কেন, মাঠে যখন সে নামে, তখন তাঁর সেরাটাই দিতে বদ্ধ পরিকর থাকেন তিনি। তাঁর আসল পরিচয়ই হল সে ফুটবলার। সুতরাং এই ধরনের জিনিষ অবিলম্বে বন্ধ করা উচিত। ওড়িশা এফসি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এমনকি, দিয়াগোর পাশে ওড়িশা এফসি যে কোনওভাবে সাহায্য করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।