খেলা

গোয়ার বিপক্ষে যুবভারতীতে জিতেই শিল্ড জয়ের উৎসবে মানতে চান মোলিনা

Molina wants to celebrate the Shield victory by winning against Goa in Yuva Bharati

Truth Of Bengal: শনিবার যুবভারতীতে চলতি আইএসএল-র গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ এফসি গোয়া। অর্থ্যাৎ পয়েন্ট টেবিলে এক নম্বর বনাম দুই নম্বর দলের লড়াই। ইতিমধ্যেই লিগ-শিল্ড খেতাব দ্বিতীয়বাবের জন্য জয় করে নিয়েছে মোলিনার দল। তবুও প্রথম ম্যাচে এই গোয়ার কাছেই হারতে হয়েছিল সবুজ-মেরুনকে। তাই যুবভারতীতে মানালোর দলকে হারাতে বধ্য পরিকর মোলিনা ব্রিগেড।

মানালো মার্কওয়েজের দলের বিপক্ষে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগানের হেডস্যার বলেন, ‘এই ম্যাচের হারজিত পয়েন্ট টেবিলের কোনও পরিবর্তন আনবে না ঠিক কথাই। কিন্তু তবুও এই ম্যাচটি আমাদের জিততে হবে। কেননা ম্যাচ জিতলেই শিল্ড ট্রফি নিয়ে সেলিব্রেশনটা দারুণভাবে করা যাবে।

এই ম্যাচে কার্ড সমস্যার কারণে শুভাশিস, দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীকে আমরা পাব না। কিন্তু যাঁরা এঁদের পরিবর্ত হিসাবে মাঠে নামবেন, তাঁদের নিয়েই গোয়ার বিপক্ষে ম্যাচ জিততে হবে। তবে এই মুহূর্তে আমাদের কাছে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট রয়েছে। আমরা সেটা ৫৬ পয়েন্ট করতে চাই। এবং ঘরের মাঠে আমরা দর্শকদের সামনে আশাকরি সেই কাজটা করতে পারব।’

এরপর বাগানের কোচ মোলিনা প্রতিপক্ষ এফসি গোয়ার প্রশংসা করতে গিয়ে বলেন, ‘এফসি গোয়া চলতি আইএসএল-এ অন্যতম সেরা একটি দল। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। ওদের পারফরম্যান্সের গ্রাফও যথেষ্ট ভাল। সেই কারণেই মানালোর দল আমাদের পরেই অবস্থান করছে। এবং গোয়ার কোচও যথেষ্ট অভিজ্ঞ। গোয়ার এই সাফল্যের পিছনে অবশ্যই মানালোর অবদান অস্বীকার করা যায় না।’

অবসর নেওয়ার এক বছর ঘুরতে না ঘুরতেই ফের অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চলেছেন সুনীল ছেত্রী। সুনীলের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মোলিনা জানান, ‘সুনীলের এই ফিরে আসাটা ভারতীয় দলের কতটা উপকার হবে সেটা সময় বলবে। তবে জাতীয় দলের কোচ যখন চেয়েছেন, নিশ্চয়ই তিনি ভাল বুঝেছেন বলেই সুনীলকে আবার ফিরিয়ে এনেছেন। দেখা যাক কি হয়। তবে এবারের জাতীয় দলে আমাদের দল থেকে ৭ জন ফুটবলার সুযোগ পেয়েছেন। আমি চাই গোয়ার  বিপক্ষে প্লে-অফে খেলার আগে জাতীয় দলের হয়ে নিজেদের সেরাটা দিক।’

সবশেষে বাগানের কোচ বলেন, ‘আমরা ম্যাচ জিততে চাই বলেই ভারতীয় খেলোয়াড়দের ব্যবহার করতে পারি না। তাই আমার দলে একজন ম্যাকলারেন ও কামিন্সের মতো ফুটবলার আছে। মতামত দেওয়া খুব সহজ। কিন্তু মাথায় রাখা প্রয়োজন, সেই পজিশনে থেকেই মতামত দিলে ভাল হয়। এখন মোহনবাগানের কোচ। কাজেই ভারতীয় দলের ফুটবলারদের নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। যদি আমি ভবিষ্যতে কোনওদিন সেই পজিশনে যেতে পারি, তখন সেই বিষয়ে কথা বলব।’

বাগানের অন্যতম ফুটবলার দিমিত্র পেত্রাতস জানান, ‘আমাদের এই বছরে সাফল্যের অন্যতম প্রধান কারণ হল আমাদের দলে সব বিভাগেই ভাল খেলোয়াড় আছেন। পাশাপাশি কোচের অধীনে আমরা নিজেদের পরিশ্রমেও খামতি রাখছি না। আমাদের সকলের মধ্যে সম্পর্কও যথেষ্ট ভাল। তার ফলেই সাফল্য পাচ্ছি আমরা।

আর এই সম্পর্ক ভাল থাকার কারণেই এখনও অবধি আমি সবুজ-মেরুন জার্সি গায়ে খেলতে আগ্রহ পাচ্ছি। তার মধ্যে কিছু ভাল ও খারাপ দুটোই থাকবে। মনে রাখতে হবে ভালটা থেকে উপভোগ যেমন করতে হবে তেমনি খারাপটা থেকে শিক্ষা নিতে হবে। বিপক্ষ দলগুলির বিপক্ষে সবসময়ই প্রতিযোগিতা থাকে আমাদের মধ্যে ম্যাচ জেতার জন্য। এটা অত্যন্ত ভাল লক্ষণ।’

Related Articles