আইএসএল এগিয়ে এলেও ম্যাকলারেনের বিষয়ে নিশ্চিত নয় মোলিনা
Molina is not sure about McLaren even if the ISL comes forward

Truth of Bengal: আগামী ১৩ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান। আর দিন কয়েকের মধ্যে আইএসএলের যাত্রা শুরু করলেও মোহনবাগানের আকাশে ম্যাকলারেনকে নিয়ে চিন্তার মেঘ এখনো কাটেনি। এখনো পর্যন্ত তাকে বাগান শিবিরের জার্সিতে দেখা যায়নি।
অনুশীলন করলেও কবে তাকে দেখা যাবে সে বিষয়েও কিছু উত্তর দেননি মোলিনা। অথচ আইএসএলের দিন এগিয়ে আসছে। এর মাঝে ডুরান্ড কাপে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে গতবারের চ্যাম্পিয়নের। নর্থ ইস্টের বিরুদ্ধে হারতে হয়েছে সবুজ মেরুন শিবিরকে।
আইএস্এল মিডিয়াতে উপস্থিত থেকে মোহনবাগানের কোচ মোলিনা জানান , ম্যাকলারেন কবে মাঠে নামবে তা চিকিৎসকরাই বলতে পারবে। আমি কোচিং করাই। ম্যাকলারেনের ব্যাপারে সদুত্তর চিকিৎসকরাই দিতে পারবে। প্রসঙ্গত, ঘাড়ের চোটে কাবু অজি তারকা। এই বিশ্বকাপার ম্যাকলারেন কবে মাঠে নামবেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।