
The Truth of Bengal: কেরিয়ারের সব চাওয়া পূরণ করে মেসি এখন যুক্তরাষ্টের ইন্টার মায়ামিতে । সেখানেই শুরু করেছেন কেরিয়ারের নতুন অধ্যায়। তিনি তার অবসর নিয়ে জানিয়েছেন । আসলে আপাতত অবসর নেবেন না মেসি । কোনো ভাবনা নেই তার আপাতত। মাঠে থাকতে প্রাকটিসে থাকতে ভালোবাসেন মেসি । ২০২৬ বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করবেন বলেই জানিয়েছেন । আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি অবসর নিচ্ছেন না। তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান।
মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি সত্যি বলছি, এখনও অবসর নিয়ে ভাবছি না। আমি জানি না আর কতদিন খেলবো কিন্তু চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, খেলাটাকে লম্বা করার।” তিনি আরও বলেছেন, “আমি ফের শিরোপা জিততে চাই। আমি ৩৯ বছর বয়সেও খেলতে চাই। প্রতিদ্বন্দ্বিতা চিরকালই ভীষণ ভালোবাসি।” ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি।
এরপর পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। নতুন দলের হয়েও ভালো পারফরম্যান্স করেছেন তিনি। মেসি বলেছেন, “ইন্টার মায়ামির সাথে আমার একটি চুক্তি আছে। আমি এখানে ভালো আছি। পরিবারের সাথে ভালো আছি। তাই এখানেই খেলতে চাই।” মেসির সিদ্ধান্তে তার ভক্তরা খুশি। তারা আশা করছেন, মেসি আরও কয়েক বছর খেলবেন এবং আরও অনেক শিরোপা জিতবেন।