খেলা
Trending

গুজরাট টাইটান্সে বদলে গেল জার্সি, ট্রফির স্বপ্ন শুভমনের চোখে

Jersey changed to Gujarat Titans

The Truth Of Bengal : গুজরাট টাইটান্সে বদলে গিয়েছে অধিনায়ক । এবার বদলে গেল জার্সি । নতুন জার্সিতে নতুন ভাবে নামবে গোটা দল । সঙ্গে ট্রফি জয়ের স্বপ্ন ।

আইপিএলে দলগুলোর মধ্যে বিভিন্ন  পরিবর্তন হয়েই চলেছে। গুজরাট টাইটান্স দলে অধিনায়ক বদলে গিয়েছে । শুধু অধিনায়ক নয় আরো একটা বদল হয়েছে এই দলে নতুন জার্সি পরে এবার খেলতে নামবেন শুভনম গিলরা । এবার হার্দিক পান্ডিয়া নেই , তিনি চলে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। আর এই জার্সির ছবি এক্সে পোস্ট করেছে গুজরাট টাইটান্স  ।  এবার গুজরাটের অধিনায়ক হিসেবে এসেছেন ২০২২ সালে হার্দিকের নেতৃত্বে আইপিএল যেটা গুজরাটে বদল হয়েছে অধিনায়কের পদ । দায়িত্বে শুভমন ।

এই ২৪ বছর বয়সে শুভমানের খেলায়  মুগ্ধ গোটা দেশ। মুগ্ধ  গুজরাটের কর্তারাও  , তাইতো তার  উপরেই ভরসা রেখেছে গুজরাট কর্তারা ।   আইপিএল-এ গুজরাটের হয়ে দু’টি সিজনেই বেশ ভালো খেলেছেন শুভমন। ভারতীয় দলেও তিনটি ফরম্যাটেই তাঁর জায়গা পাকা। শুভমান যেন দুরন্ত ঘোড়া । তাই তো তাকে   বিরাট সচিনদের সঙ্গে ও  তুলনা করা হয় । তাঁকে ভারতের পরবর্তী  ‘যুবরাজ’ বলেও উল্লেখ  করেন কেউ কেউ।    তাকে দায়িত্ব দিতে পেরে খুশি গুজরাটের কর্তারাও । অধিনায়কত্ব মানে অনেক দায়িত্ব , সততা, একাগ্রতা, চ্যালেঞ্জ সবদিকে খেয়াল রাখতে হয় । আর এ সব দিক থেকে গিল পিছিয়ে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের । গিল আরো উল্লেখ করেছেন যে নতুন অভিজ্ঞতা হবে তার ।  সব মিলিয়ে নতুন অধিনায়কের দায়িত্বে ট্রফি জিতবে দল । সঙ্গে নতুন জার্সিতে নতুন উদ্যমে নামবেন গুজরাট টাইটান্সের গোটা দল ।

 

 

FREE ACCESS

Related Articles