বাবা হতে চলেছেন কে এল রাহুল? কি বলছেন শ্বশুর মশাই সুনীল শেঠী……
Indian cricket team wicket keeper batsman KL Rahul is going to be a father

The Truth Of Bengal: বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল। প্রসঙ্গত, গত বছর ২৩ জানুয়ারি ২০২৩ এ বলিউড তারকা সুনীল শেঠীর মেয়ে আথিয়া শেঠীর সাথে সাত পাকে বাঁধা পড়েন কে এল রাহুল। বছর ঘুরতে না ঘুরতেই এমন সুখবর এল রাহুলের পরিবারে। রাহুলের পরিবারে নতুন সদস্যর আগমন ঘটতে চলেছে। এমনই জল্পনা উস্কে দিলেন সুনীল শেঠী।
ভারতীয় জনপ্রিয় একটি রিয়েলিটি শো-তে সুনীল শেঠীর এমনই ইঙ্গিতে মজেছেন রাহুল প্রেমীরা।বর্তমানে সুনীল শেঠী ওই রিয়েলিটি শো এর বিচারক। সেখানে সেই শো-এর অ্যাঙ্কর ভারতী সিং যখন সুনীল শেঠী কে প্রশ্ন করেন যে, দাদু হিসেবে আপনি কেমন হবেন। তার উত্তরে যা জানাল সুনীল শেঠী তাতেই জল্পনা তৈরি হয়েছে। সুনীল শেঠী এর উত্তরে বলেন, হয়তো পরের বছর যখন তিনি এইখানে আসবেন তখন হয়তো দাদু হিসেবেই তিনি মঞ্চে উঠবেন। এই কথাতেই তিনি সব জল্পনা উস্কে দিয়েছেন।