খেলা

India U19 squad: ত্রি-দলীয় সিরিজে ব্রাত্য বৈভব, দলে সুযোগ পেলন দ্রাবিড়পুত্র ও বাংলার রোহিত

অনুর্ধ্ব-১৯ এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভিয়ান মালহোত্রা এবং সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু।

Truth of Bengal: আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ ত্রিদলীয় সিরিজ। যে প্রতিযোগিতায় ভারতের এ ও বি এই দুটি দল ছাড়াও অংশগ্রহণ করবে আফগানিস্তানের অনুর্ধ্ব-১৯ দল। সেই সিরিজের জন্য গত মঙ্গলবার দল ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। অনুর্ধ্ব-১৯ এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভিয়ান মালহোত্রা এবং সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু। টিম ইন্ডিয়ার বি দলে অধিনায়ক হয়েছেন অ্যারন জর্জ ও সহ অধিনায়ক হয়েছেন ভিদান্ত ত্রিবেদী।

এই সিরিজে ভারতীয় বি দলের জন্য নির্বাচিত হয়েছেন প্রাক্তন জাতীয় কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড়। এবং বাংলা থেকে দলে সুযোগ পেয়েছন রোহিত দাস। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ত্রিদলীয় এই সিরিজে ভারতের কোনও দলেই সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। এমনকি নির্বাচকরা দলে রাখেননি মুম্বাইয়ের তরুণ ক্রিকেটার আয়ুশ মাত্রেকেও। তবে কেন আয়ুশ ও বৈভব দলে সুযোগ পেলেন না তার কারণও ব্যাখ্যা করে দিয়েছে বিসিসিআই।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়ুশ এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে মুম্বই দলের হয়ে ঘরোয়া টুর্নামেন্ট (রঞ্জ) খেলতে ব্যস্ত, সে কারণে তাঁকে দলে রাখা হয়নি। অপর দিকে বৈভব দেশের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপ খেলছেন, সুতরাং সেই কারণে বিহারের এই ব্যাটারও দলে সুযোগ পাননি।

Related Articles