অ্যাডিলেড-এ ২০০ রানের গণ্ডিও পার করতে পারল না ভারত
India failed to cross the 200-run mark in Adelaide

Truth Of Bengal: শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হল দ্বিতীয় টেস্ট। দিবারাতের এই টেস্টের শুরুটা একেবারেই ভাল হল না রোহিত ব্রিগেডের কাছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হিটম্যান। দিনের শুরুতেই পিঙ্ক বল হাতে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন দলনেতা রোহিত ও অভিজ্ঞ বিরাট কোহলি। ভারতের সংগ্রহ প্রথম ইনিংসে ১৮০ রান।
স্টার্কের বলেই শূন্য রানে প্যাভেলিয়নে ফিরলেন পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকানো যশস্বী। এরপরই ভারতীয় দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করতে থাকেন কেএল রাহুল ও চোট সারিয়ে দলে ফেরা শুভমন গিল। কিন্তু তাঁদের চেষ্টাও বেশিক্ষণ স্থায়ী হল না। রাহুল ৩৭ রানে এবং শুভমন ৩১ রানে আউট হলেন। রাহুলকে ফেরালেন স্টার্ক। আর শুভমন আউট হলেন নবাগত বোলান্ডের বলে।
সবাই যখন আশা করেছিলেন অ্যাডিলেডে-ই পারথের মতো ব্যাট হাতে দূরন্ত ইনিংস উপহার দেবেন বিরাট কোহলি। কিন্তু বিরাট তাঁর ভক্তদের একপ্রকার নিরাশই করলেন। মাত্র ৭ রানে স্টার্কের বলে ক্যাচ দিয়ে স্মিথের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন বিরাট।
এরপর অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ভারতীয় দলের হয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। ৩৫ বলে ২১ রান করে পন্থকে প্যাভেলিয়নে ফেরান কামিন্স।
বিরাটের মতো ব্যর্থের তালিকায় নাম থাকবে রোহিত শর্মারও। পারথে প্রথম টেস্টে তিনি দলে ছিলেন না। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই ব্যর্থ। দীর্ঘদিন তাঁর ব্যাটে কোনও রান নেই। রোহিত আর কবে রান পাবেন, তা নিয়েই এখন গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। অ্যাডিলেডে মাত্র ২৩ বল খেলে ৩ রান করেই বোলান্ডের বলে লেগ বিফোর হন হিটম্যান।
ওপেনিং জুটি থেকে মিডল অর্ডার ভারতীয় ব্যাটিং লাইনআপে যখন সর্বত্র ধ্বসের মুখে পড়েছে, ঠিক সেই সময়ই লোয়ার অর্ডারে নীতিশ ও অভিজ্ঞ অশ্বিন শেষ চেষ্টা করে দলকে টেনে তোলার চেষ্টা করলেন। নীতিশ ভারীয়দের মধ্যে সর্বোচ্চ ৪২ রান করেন। অর্ধ্বশতরানের থেকে মাত্র আট রান দূরে নীতিশকে সাজঘরে পাঠান অভিজ্ঞ স্টার্ক। অশ্বিন করেন ২২ রান। যশস্বীর মতো কোনও রান করেই প্যাভেলিয়নের পথ ধরলেন বুমরা ও হর্ষিত। সিরাজ অপরাজিত থাকলেন মাত্র ৪ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে একাই ছটি উইকেট ঝুলিতে পুড়ে নিলেন স্টার্ক। কামিন্স ও বোলান্ড নিলেন ২ টি করে উইকেট।