ভারতীয় দল থেকে আশা ছাড়ছেন না ইগর স্টিম্যাচ
Igor Stimach is not giving up hope from the Indian team

The Truth Of Bengal : এএফসি এশিয়ান কাপে ভারত হেরে যাওয়ার পর কোচ ইগর স্টিম্যাচ এবার মুখ খুললেন। দলের প্রত্যেকে যে ভাবে চেষ্টা করে গিয়েছেন তার জন্য তিনি গর্বিত। এভাবে চলতে থাকলে ভারত লক্ষ্যে পৌছোবো বলেই মত কোচের ।
এফসি এশিয়ান কাপের অভিযান শেষ করেছে ভারত।পর পর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পর এবার ভারতীয় ফুটবল টিমের কোচ ইগর স্ট্যিম্যাচ বললেন আশা পূরণ করা সম্ভব হয়নি তবে দল যেভাবে চেষ্টা করেছে তাতে তিনি গর্বিত। দলের সমর্থকদের মনের কষ্টটা তিনি বুঝতে পারেন বলে উল্লেখ করে বলেছেন দলের খেলোয়াড়রা এ পর্যায়ে কেমন খেলতে পারে সেই খেলাটা এবার দেখাতে পারেনি। খেলোয়াড়দের যেমন খারাপ লাগা আছে তেমন সমর্থকদেরও এই ম্যাচের প্রত্যাশা পূরণ না হ্ওয়ায় হতাশ । ভবিষ্যতে দল আরও উন্নতি করবে বলেই তিনি আশাবাদী।কোচের আরো বক্তব্য , ভারতকে এই পর্যায়ের ফুটবল ক্রমাগত খেলে যেতে হবে।
ভারতীয় দলের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া উজবেকিস্তান ও সিরিয়া, এই তিন দলই ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। ফলত এক ইঞ্চিও জমিও যে তারা ছাড়বে না তা খেলার আগেই বুঝতে পেরেছিলেন কোচ সহ দলের খেলোয়াড়রা। ম্যাচেও সেই একই বিষয় দেখা গিয়েছে। একের পর এক ম্যাচ, এবং সেই ম্যাচগুলো ঘিরে প্রত্যাশা বাড়লেও শেষ পর্যন্ত গোল হজম করে হারতে হয়েছে ভারতকে। তাই খেলোয়াড়দের মনোবল বাড়াতে কোচের বার্তা ভবিষ্যতে নিশ্চয়ই উন্নতি করবে ভারতীয় ফুটবল টিম। উল্লেখ্য শেষ ম্যাচে সুনীলরা সিরিয়ার বিপক্ষে যেভাবে পারফর্ম করেছে তা প্রশংসা যোগ্য ।গোল তারা করতে না পারলেও তারা যেভাবে আক্রমনাত্মক মেজাজে খেলেছে তাকে এক বাক্যে প্রশংসা করেছে সকলেই। সব থেকে বড় বিষয় এএফসি এশিয়ান কাপে সুনীলরা একটাও গোল করতে পারেনি।
FREE ACCESS