খেলা

গাভাসকরকে মঞ্চে না ডাকার বিষয়ে এবার মুখ খুললো বিসিসিআই

hBCCI as opened up about not calling Gavaskar on stage

Truth Of Bengal: তাঁর নামে ট্রফি, অথচ তাঁকে পুরস্কার মঞ্চে ডাকা হল না। সিডনি টেস্টের ম্যাচ শেষে গাভাসকরকে মঞ্চে ডাকা হয়নি। এই নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে সর্বত্র। মাঠে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁকে না ডাকাতে হতাশ হয়েছেন গাভাসকর নিজেও। এবার এই বিষয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্যতম কর্তা রাজীব শুল্কা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি লেখেন, ‘সিডনি স্টেডিয়ামে গাভাসকর মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে দুজনের নামে ট্রফি, তাঁদের মধ্যে একজনকে ডাকা হল, আর একজন বাদ পড়লেন। এটা কি মানা যায়? যদি মঞ্চে দুজন কিংবদন্তীই উপস্থিত থেকে পুরস্কার দিতেন, তাহলে তো আরও ভাল হত। কেননা কে বলতে এর পরের বার কে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন? সুতরাং এমনটা না করলেই ভাল হত।’

উল্লেখ্য, গাভাসকরকে বাদ দেওয়ার পর যখন চারিদিকে সমালোচনার ঢেউ আছড়ে পড়ছে, ঠিক সেই সময়ই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, যেহেতু বর্ডার এবং গাভাসকর দুজনের নামেই ট্রফি, সেই কারণে, ‘দুজন কিংবদন্তীকে ডাকতে পারলে অবশ্যই ভাল হত। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল যদি ভারত জেতে, তাহলে গাভাসকরকে অবশ্য ডাকা হত, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া জিতেছে তাই সানিকে বাদ দেওয়া হয়েছে

Related Articles