IPL 2024খেলা

হাল ছাড়তে নারাজ হার্দিক , ঘুরে দাঁড়াতে চায় টিম মুম্বই

Hardik refuses to give up, Team Mumbai wants to turn around

The Truth of Bengal: কেকেআরের বিরুদ্ধে হেরে মুম্বাই ইন্ডিয়ানসের প্লে অফে  হয়ে ওঠার রাস্তা আরো কঠিন হয়ে গেল। তবুও হার্দিক পান্ডিয়া হাল ছাড়তে নারাজ বলেই জানিয়েছেন। ওয়াঙ্খের স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা। সেখানে কম রান হলেও মুম্বাইয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ২৪ রানে জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স বাহিনী। ১২ বছর পর ওয়াংখেড় স্টেডিয়ামে জয়ী হয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন শ্রেয়স আইয়াররা। এদিন কলকাতা প্রথম ব্যাট করতে নেমে ১৬৯  রান করে।

অপরদিকে  মুম্বই ইন্ডিয়ান্স  ১৪৫ রান করে ১০ উইকেট হারিয়ে। নাইট টিমের কাছে বরাবরই শক্ত টিম মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ওয়াংখেড় স্টেডিয়ামে নিজেদেরকে সেভাবে মেলেও ধরতে পারেনি মুম্বাই। এদিকে কেকেআর শিবিরের কাছে ১২ বছর পর এই জয় এলো ওয়াংখেড় স্টেডিয়ামে। হারতে হারতে হার্দিক পান্ডিয়ার দলের প্লে অফে  ওঠার রাস্তা প্রায়ই বন্ধ হয়ে গেছে।  তবুও আশা ছাড়তে নারাজ মুম্বাইয়ের অধিনায়ক। হার্দিক জানিয়েছেন , বোলারেরা ভাল খেলেছে। খুব ভাল বল করেছে ওরা। তবে আরও উন্নতি করতে হবে দলকে ।

লড়াই চালিয়ে যেতে হবে। তিনি  নিজেকেও  এটাই  সব সময় বলেন বলেই উল্লেখ করেছেন। লড়াই ছেড়ে যাওয়া উচিত নয় হবে না বলেই জানিয়েছেন হার্দিক । এদিকে  লীগ তালিকায় রাজস্থান রয়্যালসের পরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। অপরদিকে মুম্বাই রয়েছে নবম স্থানে। ১১ টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় লাভ করেছে তারা ।

Related Articles