
The Truth of Bengal: ২০২৪ এর আইপিএলের আগে দল গুলোতে চলছে পরিবর্তন । হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স থেকে ফিরে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে । হার্দিককে নিয়ে এর আগে বেশ জল ঘোলা হয়েছে যখন তিনি এই দল পরিবর্তন করলেন। সে জল্পনা এখনো চলছে। এবার জল্পনা উসকে দিলো মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন এক খেলোয়াড়। এর মাঝেই দিলহারা ফার্নান্ডোজ মনে করেন হার্দিকের মুম্বাই আসা মুম্বাইয়ের জন্য বেশ লাভবান বিষয়। এর আগে গুজরাটে থাকাকালীন গুজরাটকে চ্যাম্পিয়ন করেছে তাই ওর লিডারশিপ নিয়ে কোন মন্তব্য করা যায় না।
এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি রোহিত শর্মা কে অধিনায়ক আর করা হবে না আর থেকেই কি তাহলে অধিনায়ক করা হবে ? ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এর যে ট্রফি জয় তার অন্যতম কারিগর হার্দিক। অনেকেই মনে করছেন হার্দিক আশায় দল আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। হার্দিকের প্রথম অভিষেক হয় ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেই । এত গুণবান একজন খেলোয়াড়ের আগমনে দল আবারো পুনরুজ্জীবিত হয়ে উঠবে তা বলাই যায়।এর মাঝে জল্পণা চলছে তাহলে পরবর্তী অধিনায়ক কি তবে হার্দিকই! গতবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস যদিও হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স ছিল রানার্সআপ।
তখন তার থেকে প্রশংসা ছড়িয়ে পড়ে চারদিকে। কারণ দলকে রানার্সআপ করার মত জায়গায় নিয়ে গিয়েছিলেন হার্দিকই । শ্রীলংকার প্রাক বোলার মনে করেন রোহিত পরবর্তী সময়ে হার্দিক্ই দলের নেতৃত্ব দেবে। ৩৬ বছর বয়সে রোহিত শর্মাকে কি আর দল থাকবে এই নিয়েও সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। সকলেই একমত যে হার দিক ফিরে আসায় মুম্বাইয়ের যথেষ্ট লাভ হল। হার্দিক সদ্য চোট থেকে সেরে উঠেছেন সেই সেরে ওঠার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। যা ছড়িয়েছে হু হু করে। হার্দিক এখন রয়েছেন বিশ্রামে। এর মাঝেই করেছেন দলবদল। তার পর থেকে ই নানারকম জল্পণা শুরু হয় তাকে নিয়ে।