
Truth Of Bengal: পারথ টেস্ট শেষ হওয়ার পরই ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। সংবাদমাধ্যম সূত্রের খবর, পিঙ্ক বলের টেস্ট শুরু হওয়ার তিনদিন আগে অর্থ্যাৎ, মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন গম্ভীর।
প্রসঙ্গত, পারথ টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর বেশ কয়েকদিন বিরতি রয়েছে। তার মধ্যেই অবশ্য ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও খেলে ফেলেছেন। তবে ম্যাচের সময় গৌতি অস্ট্রেলিয়া ছিলেন না। তিনি দেশে ফিরে এসেছিলেন।
অ্যাডিলেড টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এই মাঠেই ভারতকে মাত্র ৩৬ রানে অলআউট করে নজির গড়েছিল অজিরা। কাজেই এবারও যাতে এই একই ঘটনার কোনও পুনরাবৃত্তি না হয় তারজন্য সদা সচেষ্ট রয়েছেন টিম ইন্ডিয়ার সকল সদস্য। ইতিমধ্যে পাঁচ টেস্টের একটিতে জয় পেয়ে অজিদের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন রোহিত-বিরাটরা। কিন্তু তাতে দলের মধ্যে যাতে অতিরিক্ত আত্মবিশ্বাস না জন্মায়, সেদিকেও সচেষ্ট রয়েছেন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফরা।
পারথ টেস্টে রোহিত না থাকায় দলের হয়ে ওপেন করেছিলেন যশস্বী ও কেএল রাহুল। কিন্তু এবার অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন শুভমনও। তার ফলেই ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে কি পরিবর্তন করা হবে? তা নিয়েই এখন চলছে জোড় জল্পনা। অবশ্য টিম-ম্যানেজমেন্ট এখনই এই বিষয়ে কিছু খোলসা করেননি। দেখা যাক শেষ পর্যন্ত ব্যাটিং লাইনআপের পরিবর্তন হয় নাকি, লাইনআপ একই থাকে তা সময়ই বলবে।