দায়িত্ব নিয়েই লক্ষ্য স্থির গম্ভীরের,দেশবাসীর স্বপ্ন পূরণের দায়িত্ব গম্ভীরের
Gambhir's responsibility to fulfill the dreams of the countrymen

The Truth of Bengal: বিশ্বকাপে ট্রফি উপহার দিয়ে কোচের পদ থেকে সরে গেছেন রাহুল দ্রাবিড়। অবশেষে দায়িত্ব নিলেন গৌতম গম্ভীর। ২০২৭ সালে পর্যন্ত তার সম্পর্ক থাকবে টিম ইন্ডিয়ার সঙ্গে। দেশকে ওডিআই বিশ্বকাপ জেতাবেন তিনি । সোনালী স্বপ্ন নিয়ে কোচের পদে এলেন গম্ভীর।
প্রথমে বোর্ড সচিব নিজের এক্স হ্যান্ডেলে জানান ভারতের নতুন কোচের নাম। তার পর বিসিসিআই একটি বিবৃতির মাধ্যমে নতুন কোচের নাম ঘোষণা করে। শ্রীলঙ্কা সফরের আগেই দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। এদিকে নিজের আগামীর লক্ষ্য ঠিক করে ফেলেছেন গম্ভীর । উচ্ছ্বসিত গম্ভীর জানান , তিনি সম্মানিত। তার লক্ষ্য থাকবে প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করা। তাদের স্বপ্ন পূরণ করা ।
গত মাস অবধি, গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা ছিলেন, যেখানে তার নেতৃত্বে, কেকেআর ১০ বছরের দীর্ঘ অপেক্ষার পরে আইপিএল ২০২৪ শিরোপা জিতেছিল। তিনিই এবার রাহুল দ্রাবিড়ের জুতোতে পা গলালেন । কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ অনেকদিন ধরেই প্রত্যাশিত ছিল। কলকাতার পরামর্শদাতা হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিসিসিআই তার সাথে যোগাযোগ করেছিল, যার পরে গম্ভীর আবেদনও করেন । অবশেষে দায়িত্ব নিলেন ।
গৌতম গম্ভীরের সাফল্যের ঝুলিতে দুটো বিশ্বকাপ রয়েছে। একটি টি-২০, একটি ৫০ ওভারের। রয়েছে তিনটে আইপিএল ট্রফিও। তারমধ্যে দুটো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ে অধিনায়কের পদে থেকে , আর একটি মেন্টর হিসেবে। কেকেআরে যোগ দেওয়ার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। রাহুল দ্রাবিড় ২০২১ সালের নভেম্বরে টিম ইন্ডিয়ার কোচ হয়েছিলেন । তখন তাকে ২ বছরের মেয়াদ দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের সাথে দ্রাবিড়ের সময় শেষ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও, বিসিসিআই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময় বাড়ানোর কথা বলেছিল । অবশেষে পদ থেকে সরে গেছেন রাহুল । এদিকে বিসিসিআই যখন মে মাসে নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিল, তখন স্পষ্ট করে দিয়েছিল যে নতুন কোচের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত হবে অর্থাৎ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচ দায়িত্বে থাকবেন । অর্থাৎ রাহুল যে বিশ্বকাপ ঘরে আনতে পারেনি সেই বিশ্বকাপ গৌতমের হাত ধরেই আসবে বলেই মনে করা হচ্ছে । গৌতম গম্ভীর ও দেশ বাসীর সেই সোনার স্বপ্ন পূরণ করবে ।