বিসিসিআইয়ের তালিকা থেকে বাদ শ্রেয়স, কি বললেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত?
Excluded Shreyas from BC Iyers, what did Chandrakant Pandit say?

The Truth Of Bengal: গত ২৮ শে ফেব্রুয়ারি বুধবার বিসিসিআই এর তরফ থেকে প্রকাশিত ৩০ জন ক্রিকেটারের তালিকা থেকে বাদ গিয়েছেন বিখ্যাত ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আর তা কোনোভাবেই মানতে নারাজ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কোচের মতে শ্রেয়সের মতো ক্রিকেটারকে বোর্ডে রাখা উচিত ছিল।
আগামী ২২ শে মার্চ থেকে শুরু আইপিএল। আর তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা না শোনার শাস্তি পেলেন শ্রেয়স আইয়ার এবং কৃষাণ কৃষাণ। ২০২৪-২০২৫ মরশুমের জন্য বিসিসিআই এর তরফে প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় একাধিক ক্রিকেটার থাকলেও নাম নেই শ্রেয়স আইয়ার এবং কৃষাণ কৃষানের।
আইয়ার এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, “শ্রেয়সকে চুক্তির মধ্যে না রাখায় আমি অবাক। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট খেলেছে ও। শ্রেয়সকে কেন বাদ দেওয়া হয়েছে তা আমি জানি না। তবে আমি মনে করি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ওর নাম থাকা উচিত ছিল। যে কোনও ভাগেই ওকে রাখা যেত। তবে এই চুক্তিতে না থাকা কোনও ভাবে শ্রেয়সের উপর প্রভাব ফেলবে বলে মনে হয় না। ও ভাল খেলবে। লড়াই করে ফিরে আসবে। শ্রেয়স লড়তে জানে।”
এছাড়াও শ্রেয়সের কোচ বলেন, “শ্রেয়স এমন একজন ক্রিকেটার, যে সব ফরম্যাটে দেশের হয়ে খেলতে পারে। ওর চোট ছিল। সেটা এখন সেরে গিয়েছে। ভাল ক্রিকেটার, টেস্ট অভিষেকে শতরান আছে। আগামী দিনে ভারতীয় দলের কোনও ক্রিকেটার ফর্ম হারালে শ্রেয়সকেই ডাকতে হবে। রঞ্জি খেলবে শ্রেয়স। আইপিএলে ভাল খেলতে পারে। ভারতের হয়ে আগামী দিনে খেলবে ও।”
প্রসঙ্গত, আগে ভারতের হয়ে বহু ম্যাচ খেলেছেন শ্রেয়স। কিন্তু এবার বিসিসিআইয়ের তালিকা থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের নাম বাদ যাওয়ায় আইপিএলের ওপর কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার।
FREE ACCESS