
The Truth of Bengal: এবার কি তাহলে বিদায় বেলা আসন্ন? সবুজ মাঠ ছেড়ে কি তাহলে অবসর নেওয়ার সময় এসেছে? বিগত গত ২০ বছরে যা নিয়ম হয়ে গিয়েছিল, সেই নিয়মের এবার বদল ঘটল। ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনিতেই ইউরোপিয়ান ফুটবল থেকে অনেকদিন হয়ে গেল ছিটকে গিয়েছেন তিনি। কিন্তু এবার ফুটবলের গালা ইভেন্ট থেকেও বাদ পড়লেন রোনাল্ডো।
গত বুধবার রাতে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে ব্যালন ডি’অরের সম্ভাব্য জয়ীদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে পুরুষ এবং মহিলা ফুটবলারদের ৩০ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। সেখানে নাম রয়েছে লিওনেল মেসি, করিম বেঞ্জিমা, কিলিয়ান এমবাপে, হ্যারি কেন, লুকা মদ্রিজ, এমি মার্টিনেজ, এর্লিং হালান্ড সহ একাধিক ফুটবল তারকা। অন্যদিকে মেয়েদের তালিকায় আছেন আইতানা বোনমাতি, মিলে ব্রাইট সহ ৬ বিশ্বকাপজয়ীরা।
HERE ARE ALL THE BALLON D’OR NOMINEES! 🌕✨#ballondor pic.twitter.com/hg1ZByzhDV
— Ballon d’Or #ballondor (@ballondor) September 6, 2023
যদিও মূল লড়াই হবে মেসি, হালান্ড এবং এমবাপের মধ্যে। প্রসঙ্গত, লিও মেসি ৭ বার ব্যালন ডি’অর জিতেছেন। এবারে বিশ্বকাপে অনবদ্য পারফর্মেন্সের জন্যই তাঁকে এই তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে বিশ্বকাপে ফ্রান্স রানার্স আপ হলেও গোটা টুর্নামেন্টে এমাবাপের পারফর্মেন্স ছিল অনবদ্য। এমনকী প্যারিস সাঁ জাঁ-তেও তিনি খুবই ভালো খেলেছেন, তাই এই তালিকায় মেসিকে জোর টক্কর দিতে হাজির হয়েছেন ফ্রান্সের এই তরুন তুর্কি। এদিকে আবার হ্যালান্ড গতবছর ম্যান সিটির হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করছেন। ফলে টক্কর যে হেড টু হেড হবে তা বলার অপেক্ষা রাখে না।