খেলা

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাটলার ঝড়, দিল্লিকে সহজে হারাল গুজরাট

Buttler storms at Narendra Modi Stadium, Gujarat easily defeats Delhi

Truth Of Bengal: শনিবার আইপিএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় শুভমন গিলের গুজরাট টাইটান্স। সেই ম্যাচে প্রথমে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। উদ্দেশ্য ছিল ঘরের মাঠে প্রথম থেকেই প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে ফেলে দেওয়া।

কেননা এই মুহূর্তে পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। গুজরাট রয়েছে ৩ নম্বর স্থানে। কাজেই পয়েন্ট টেবিলের ওপরের দিকে ওঠার সুযোগ হাতছাড়া করতে চাননি শুভমন। তবে নিজে ব্যর্থ হলেও সতীর্থ বাটলারের দুরন্ত ব্যাটিং বড় জয় এনে দিল গুজরাটকে। ম্যাচে অক্ষরের দলকে ৭ উইকেট হারাল শুভমনের গুজরাট।

ম্যাচের শুরুটা অবশ্য মন্দ হয়নি দিল্লি ক্যাপিটালসের। অক্ষরের দুই ওপেনার অভিষেক ও করুণ ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু ১৮ রানের মাথায় বাংলার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিলেন আর্শাদ খান। অভিষেক ফিরে যেতেই ক্রিজে আসেন কেএল রাহুল। তবে শনিবার গুজরাটের ২২ গজে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারলেন না তিনি। মাত্র ১৪ বলে ২৮ রান করেই সাজঘরে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন তিনি। রাহুলের পাশাপাশি করণ-ও ফিরলেন ৩১ রানে।

এরপর দিল্লির দলকে টেনে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অক্ষর ও ট্রিস্টান। তাঁদের জুটিতে ওঠে ৭০ রান। অক্ষর ৩৯ এবং ট্রিস্টান ৩১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর আশুতোষ শর্মা ৩৭ রান করলেও, দিল্লির পরের ব্যাটাররা ব্যাট হাতে সেইভাবে রান পেলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ২০৩ রান।

জিততে গেলে ২০৪ রান করতে হবে গুজরাটকে। কিন্তু ম্যাচের অল্প কিছুক্ষণের মধ্যেই শুভমন ফিরে যাওয়াতে গুজরাট চাপে পড়লেও, সে যাত্রা থেকে দলকে উদ্ধার করতে থাকেন সাই সুধাশরন ও জস বাটলার। সুধাশরণ ৩৬ রানে আউট হয়ে গেলেও বাটলার ও রাদারফোর্ড জুটি। তারপর একেবারে শেষ লগ্নে এসে রাদারফোর্ড ৪৭ রানে ফিরে গেলেও জয় পেতে আর কোনও অসুবিধা হয়নি গুজরাটের।

Related Articles