বুমরা-সিরাজের দাপট অব্যাহত, শেষবেলায় দলকে টানছেন লায়ন
Bumrah-Siraj's power continues, Lion pulls the team in the last minute

Truth Of Bengal: রবিবার মেলবোর্নে লাল বল হাতে ফের জ্বলে উঠলেন ভারতের দুই পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। শনিবারের দুই অপরাজিত ভারতীয় ব্যাটার নীতীশ রেড্ডিকে চট জলদি প্যাভেলিয়নে ফেরত পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স। ফলে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। ফলে কামিন্সের দল প্রথম ইনিংসে এগিয়ে থাকে ১০৫ রানে।
এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামা মাত্রই বল হাতে দূরন্ত ছন্দে দেখা গেল ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে। চলতি সিরিজের আগের ম্যাচগুলিতে ধারাবাহিকভাবে ভাল খেলা বুমরা, রবিবারও যেন মেলবোর্নে বল হাতে জ্বলে উঠলেন। বুঝিয়ে দিলেন কেন তাঁকে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা অন্যতম বোলার বলা হয়।
মাত্র আট রানের মাথায় অজি ওপেনার সাম কনস্টাসকে সাজঘরের পথ দেখিয়ে বুমরা রবিবার সকালে তাঁর দিন শুরু করেন। এরপর ক্রিজে জমে ওঠার আগেই খোয়াজাকে ২১ রানের মাথায় আউট করে প্যাভেলিয়নে পাঠান মহম্মদ সিরাজ। তবে এর মধ্যে কিছুটা জ্বলে ওঠার চেষ্টা করেন লাবুশানে ও প্রথম ইনিংসে ব্যাট হাতে দূরন্ত খেলা স্টিভ স্মিথ।
লাবুশানে অর্ধশতরান পূর্ণ করলেও স্মিথ কিন্তু ব্যর্থ হলেন দ্বিতীয় ইনিংসে। মাত্র ১৩ রান করে সিরাজের বলে আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় তাঁকে। অপর দিকে লাবুশানেকে ৭০ মানের মাথায় ফিরিয়ে দেন সেই সিরাজ।
স্টিভ স্মিথের পাশাপাশি এই টেস্টে ধারাবাহিকভাবে দুই ইনিংসেই ব্যর্থ হলেন ছন্দে থাকা অজি ব্যাটার ট্রাভিস হেড। আগের ইনিংসে কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। অনেকেই আশা করেছিলেন দ্বিতীয় ইনিংসে হয়তো আবার ব্যাট হাতে দেখা যাবে হেডের ঝলক। কিন্তু না, হেড মেলবোর্নে একেবারেই ব্যর্থ হলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর মাত্র এক রান। দুই ইনিংসেই তাঁকে সাজঘরে ফিরতে হল ভারতীয় পেসার বুমরার বলে আউট হয়ে।
হেডের মতো মেলবোর্নের টেস্টে ব্যর্থের তালিকায় নাম লেখালেন মিচেল মার্শ-ও। প্রথম ইনিংসের ব্যর্থতা, দ্বিতীয় ইনিংসেও বজায় রাখলেন তিনি। কোনও রান তোলার আগেই বুমরার মারাত্মক ইনসুইঙ্গারে খোঁচা মারতেই পন্থের হাতে ধরা পড়ে প্যাভেলিয়নে ফিরতে হল তাঁকে। মার্শের পথই অনুসরণ করলেন অ্যালেক্স ক্যারিও। মাত্র ২ রান করেই থামতে হল তাঁকে। সেই বুমরার বলই ছিটকে দিল ক্যারির স্টাম্প।
দলের মিডিল অর্ডারের নামি ব্যাটাররা যখন ভারতীয় বোলারদের সামনে একপ্রকার আত্মসমর্পণ করছেন, ঠিক সেই সময় ক্রিজে এসে ব্যাট হাতে দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে অর্ধশতরান পূর্ণ করার কিছুটা আগেই কামিন্সকে প্যাভেলিয়নে ফেরান জাড্ডু। এরপর স্টার্ককে রান আউট করেন নীতীশ।
শেষ বেলায় আবার ব্যাট হাতে দলকে টানতে থাকেন নাথাম লায়ন ও স্কট বোলান্ড জুটি। নাথাম ৪১ রানে এবং বোলান্ড ১০ রানে অপরাজিত থাকেন। তৃতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৪ রান। কামিন্সরা এগিয়ে ৩৩৩ রানে। হাতে রয়েছে মাত্র ১টি দিন।
এখন এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে গেলে সোমবার প্রথম দিকের শুরুতেই শেষ জুটিকে ভাঙতে হবে ভারতীয় পেসারদের। কিন্তু এক দিনে ৩০০ রানের ওপরের টার্গেট ভেঙে ভারতের জয় একপ্রকার কঠিন হয়েই দাঁড়াবে। সেক্ষেত্রে হয়তো ম্যাচ ড্রয়ের দিকেই নিয়ে যেতে চাইবেন রোহিত-বিরাটরা।