Bharat Arun: কেকেআর ছেড়ে এলএসজি! ভরত অরুণের নতুন ইনিংস লখনউ সুপার জায়ান্টসে
যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি, তবে সূত্রের খবর, লখনউ ইতিমধ্যেই অরুণকে সই করিয়ে ফেলেছে
Truth of Bengal: কেকেআর অধ্যায়ের ইতি টেনে এবার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভরত অরুণ। শাহরুখ খানের দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে এবার সঞ্জীব গোয়েঙ্কার দলের সঙ্গে দু’বছরের চুক্তিতে যুক্ত হচ্ছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি, তবে সূত্রের খবর, লখনউ ইতিমধ্যেই অরুণকে সই করিয়ে ফেলেছে (Bharat Arun)।
আরও পড়ুন: Bengal Rain: ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি
২০২২ সালে কেকেআরের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভরত অরুণ। তার আগে দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের বোলিং কোচ হিসেবে সফল ভাবে কাজ করেছেন। তাঁর হাত ধরেই উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরদের মতো পেসাররা। তবে কেকেআরের কোচ হিসেবে তাঁর মেয়াদ খুব একটা সাফল্যময় ছিল না। ২০২৪ সালে আইপিএল ট্রফি জিতলেও, বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক মরসুমে।সূত্রের দাবি, কেকেআরের কোচিং স্টাফে বারবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতভেদ তৈরি হচ্ছিল। অরুণের পাশাপাশি বোলিং বিভাগে কাজ করছিলেন ডোয়েন ব্র্যাভোও। ম্যানেজমেন্টের মতে, একাধিক পরামর্শদাতার উপস্থিতি অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। সেই কারণেই অরুণের সঙ্গে মৌখিক ভাবে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় (Bharat Arun)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
লখনউয়ে অরুণ সারা বছর ধরে বোলারদের সঙ্গে কাজ করবেন বলে জানা গিয়েছে। তবে এর ফলে মেন্টর জাহির খানের সঙ্গে আর চুক্তি নবীকরণ নাও হতে পারে। ২০২৩ সালে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জ়াহির। নতুন করে তাঁকে রাখার পরিকল্পনা আপাতত ঝুলে রয়েছে।এদিকে, শোনা যাচ্ছে কোচ জাস্টিন ল্যাঙ্গারও লখনউ দল থেকে সরে দাঁড়াতে পারেন।এই মুহূর্তে কেকেআরের কোচিং স্টাফে দুটি বড় শূন্যস্থান তৈরি হয়েছে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণের বিদায়ের পর। কেকেআর ম্যানেজমেন্ট জানিয়েছে, এই শূন্যস্থান পূরণ করতে তারা ধাপে ধাপে এগোবে, এবং সবদিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বলা বাহুল্য, পেশাদার পরিকাঠামোয় উন্নতির লক্ষ্যে কেউ দল ছাড়তে চাইলে কেকেআর তাকে আটকে রাখে না ভরত অরুণের ক্ষেত্রেও সেই নীতিই বজায় রাখা হয়েছে (Bharat Arun)।






