মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়কে হারিয়ে জয়ে ফিরল বাংলা
Bengal return to winning ways by defeating Meghalaya in Mushtaq Ali Trophy

Truth Of Bengal: গত শুক্রবার মধ্যপ্রদেশের কাছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হারতে হয়েছিল বাংলাকে। একদিন বাদেই ফের জয়ের সরণীতে ফিরল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। রবিবার মেঘলায়কে ৬ উইকেটে জয় হাসিল করলেন মহম্মদ সামি, অভিষেক পোড়েলরা।
সৌরাষ্ট্রের ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে উত্তর-পূর্ব রাজ্যের দলটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৭ রান। মধ্যপ্রদেশের হয়ে ল্যারি সাংমা আরিয়ান সাংমা দুজনে করেন সর্বোচ্চ ৩৮ ও ৩৭ রান। বাকি আর কোনও ব্যাটসম্যানই সেভাবে বাংলার বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। বল হাতে বাংলার হয়ে দুটি করে উইকেট নেন প্রয়াস রায় বর্মণ ও সায়ন ঘোষ। কিন্তু চার ওভার হাত ঘুড়িয়ে কোনও উইকেট ঝুলিতে পুড়তে পারলেন না অভিজ্ঞ পেসার মহম্মদ সামি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা শুরুটা দারুণ করে। দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণলালের জুটিতেই ১০০ রান পার করে নেয় বাংলা। ১৬ বলে ৪২ রান করে করণলাল প্যাভেলিয়নে ফিরলেও ৩১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন অভিষেক পোড়েল। তবে সাকির গান্ধি ও রানজোত সিং এবং অধিনায়ক সুদীপ কুমার ঘরামি শূন্য রানে প্যাভেলিয়নে ফেরেন। তবুও জয় আটকায়নি বাংলার।
এরপর ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ব্যাট হাতে মাঠে নেমে করেন ১৮ বলে ২৫ রান। শেষ পর্যন্ত বাংলার হয়ে অপরাজিত দুই ব্যাটসম্যানের জুটিতেই চার উইকেট হারিয়ে ১২৮ তুলে নেয় বাংলা দল। মেঘালয়ের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন আরান বোরা ও ল্যারি সাংমা।