অলিম্পিকের আগে জানুন পদক শীর্ষে এগিয়ে কোন দেশ

Truth of Bengal : আর কটা দিন । তার পরে শুরু অলিম্পিক্সের আসর । একেবারে নদীর উপরে হতে চলেছে অলিম্পিক। সেকারণে বেছে নেওয়া হয়েছে স্যেন নদীকে , ২০৬ দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগিকে নদীর বুকে ঘোরানো হবে বলেই খবর ।
তবে কোন দেশ কেমন পারফরম্যান্স করবে? কোন দেশ কতগুলো পদকই বা জিতবে । কারা হবে সেরা সেদিকে নজর রয়েছে। ভারত এবার যে ভালো পারফর্ম করবে তাও এক প্রকারের নিশ্চিত। তবে অলিম্পিক্সে সব থেকে বেশি স্বর্ণপদক জয়ের রেকর্ড রয়েছে আমেরিকার দখলে। ১০৬৫টি তারা দখল করেছে । শুধু তাই নয়, আমেরিকার নামে ৮৩৫ টি রৌপ্য পদক রয়েছে। ৭৩৮টি ব্রোঞ্জ পদক রয়েছে। ৩৯৫ সোনা জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোভিয়েত ইউনিয়ন। গ্রেট ব্রিটেন ২৮৫ সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই দেশের জনসংখ্যা প্রায় ৭ কোটি কিন্তু এই দেশটি ৯১৮টি অলিম্পিক পদক জিতেছে। ভারত ও যে এবার বহু পদক জয়লাভ করবে তাও নিশ্চিত।
অভিনব পদ্ধতিতে এবারে অলিম্পিক হতে চলেছে । এখানে নব সংযোজিত স্যেন নদী । স্যেন নদীকে রোমান্টিক নদী হিসেবে ধরা হয় । নদীর পাড়ে দাঁড়িয়ে প্রেম নিবেদনের রীতি বহু আগে থেকে চলে আসছে , এই নদীর পাড়ে দাঁড়িয়ে বহু যুগল পথ চলার অঙ্গীকার বদ্ধ হয়েছে এবার সেই নদীকে বেছে নেওয়া যা অভাবনীয় বলে মনে করা হচ্ছে। সেকারণে অলিম্পিক্স ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের । সব মিলিয়ে নতুন চিন্তাধারা , নতুন ভাবধারা যেমন এবারে অলিম্পিকসে দেখা যাবে তেমনভাবে প্রতিযোগীদের নজর কারা পারফরম্যান্স বিশেষত ভারতীয় প্রতিযোগীরা যে এবার দাঁতে দাঁত চেপে লড়াই করবে তাও এক প্রকারে নিশ্চিত দেশবাসী।