খেলা

ফের চোটের কবলে পড়লেন অজি ক্রিকেটার ম্যাথু শর্ট, ধোঁয়াশা সেমিফাইনাল খেলা নিয়ে

Auji cricketer Mathew Short got injured again, confused about the semi-final game

Truth Of Bengal : চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই চোটের জেরে জেরবার অস্ট্রেলিয়া শিবির। একের পর এক সিনিয়র ক্রিকেটার চোটের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। সেই তালিকায় যেমন রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, তেমনই রয়েছেন হ্যাজালউড-ও। কাজেই তাঁদেরকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন ক্রিকেটার। তিনি হলেন ওপেনার ম্যাথু শর্ট।

সূত্রের খবর, অস্ট্রেলিয়ার এই ব্যাটারের পায়ের পেশিতে টান লেগেছে। ফলে তাঁর দৌড়তেও খুবই অসুবিধা হচ্ছে। সেই কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খুব বেশি রান করতে পারেননি তিনি।

দলীয় সতীর্থের চোটের প্রসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়ক স্টিভ স্মিথ জানান, ‘শর্ট চোটের কারণে খুব ভাল খেলতে পারছে না। এর পরের ম্যাচে ওর খেলা নিয়ে একপ্রকার ধোঁয়াশা রয়েই গিয়েছে।’

উল্লেখ্য, ইতিমধ্যে অস্ট্রেলিয়া অবশ্য গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে। গ্রুপের বাকি দুটি দল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সংগ্রহ তিন পয়েন্ট। একান্তই যদি ইংল্যান্ডের বিপক্ষে বাভুমারা কোনও কারণে হেরে যান, তখন রান রেটের বিচারে ঠিক হবে কারা যাবে এই দুলের মধ্যে কারা যাবে শেষ চারে। তবে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই পাল্লা ভারি রয়েছে প্রোটিয়াদের দিকে।

এদিকে রবিবার ভারত যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। কেননা ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে যে দল জিতবে সেই পৌঁছে যাবে গ্রুপ শীর্ষে। অপর দিকে আফগানিস্তানের বিপক্ষে যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে যায় তবে তারা পৌঁছবে গ্রুপ শীর্ষে। নতুবা অস্ট্রেলিয়াই থেকে যাবে বি গ্রুপের শীর্ষে।

Related Articles