খেলা

এক হাত নিয়েই প্যারালিম্পিক্সে লড়বেন আমিশা

Amisha will fight in the Paralympics with one hand

Truth Of Bengal: প্যারিসে শুরু হল প্যারালিম্পিক্সের আসর। দিন কয়েক ধরে বিশ্ববাসী দেখবে শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ক্রীড়াবিদদের প্রতিভা। অসম্ভব বলে যে কিছুই নেই তাই প্রদর্শিত হবে প্যারিসে। ভারত থেকে যে কয়েকজন প্যারা অ্যাথলিট গিয়েছেন তাদের মধ্যে অন্যতম আমিশা রাওয়াত।

দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী শট পাট এফ ৪৬ বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিকূলতাও যে ইচ্ছে শক্তির কাছে কিছুই নয় সেই  বিষয় সেটাই প্রমাণিত হবে প্যারিস অলিম্পিক্সে। আমিশা রাওয়াত এবার প্যারিসে লড়বেন পদকের জন্য। তিনি জানিয়েছেন, ”আমার পরিবারের উপর আর্থিক অসুবিধাগুলি বড় ছিল, আমার অনুশীলন সেশনগুলি আমার বাড়ির কাছে একটি ছোট বাগানে সীমাবদ্ধ ছিল। আমি দৌড় এবং লং জাম্পের মতো বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছি, শুধুমাত্র অনলাইন টিউটোরিয়াল এবং স্ব-প্রশিক্ষণের উপর নির্ভর করে এগিয়েছি।”

আমিশা তার প্রশিক্ষক, অনিল কান্ডওয়ালের সম্বন্ধে বলেছেন, তার এগিয়ে চলার সাফল্যের পথে ছিলেন অনিল কান্ডওয়াল। আমিশা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের একটি  শহরে বেড়ে উঠেছেন। কনুইয়ের নিচে হাত ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবুও তিনি বিভিন্ন সময়ে দৌড়, লং জাম্পের মত একাধিক বিষয়ে অংশ নিতেন যখন তার সঙ্গে কোনো প্রশিক্ষক ছিলেন না। যেটুকু শিখেছেন ইউটিউবের সৌজন্যে শিখেছেন। আর পাঁচটা বাচ্চার মত বেড়ে উঠলেও স্বাভাবিক ছিল না তার জীবনযাত্রা। লড়াই শুরু হয়েছে সেই ছোট থেকে।

ঘরে বাইরে সহ্য করতে হয়েছে নানান চাপ। শারীরিক প্রতিবন্ধকতা কে সঙ্গী করে লড়াকু মানসিকতা নিয়ে তিনি এবার প্যারিসে নিজের দক্ষতা প্রমাণ করবেন। বিশ্বের সামনে নিজেকে প্রমাণিত করবেন। আমিশার প্রতিভা দেখে  ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসের সোনা জয়ী সন্দীপ চৌধুরী আমিশাকে পরামর্শ দেন প্যারা গেমসে অংশ নিতে। সেই আমিশা প্যারিসে দেশের পতাকা উত্তোলন করবেন বলে আশাবাদী। ২০২২ সাল থেকে শট পাটে মনোনিবেশ শুরু করেছেন আমিশা। খেলো ইন্ডিয়া থেকেও তিনি পদক পেয়েছেন। সেই স্বপ্ন নিয়েই প্যারিস রওনা হয়েছেন আমিশা।

Related Articles