CAA চালু নিয়ে ডিগবাজি খেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
Union Minister of State Shantanu Thakur played digbaji about the launch of CAA

The Truth of Bengal: সিএএ ডেডলাইট নিয়ে ডিগবাজি শান্তনু ঠাকুরের । আগামী ৭ দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বলেছি। কিছুদিনের মধ্যে সি এ এ লাগু হবে এটা ১০০% সিওর। আজ সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহা সংঘের একটি ধর্মীয় সভায় এসে আবারো সিএএ এর পক্ষে সওয়াল করেন শান্তনু ঠাকুর।
সিএএ লাগু হবে বলেও দাবি করেন তিনি। কেন মতুয়া সমাজের মানুষের সিএএ এর প্রয়োজন সে বিষয়েও মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। পাসপোর্ট না থাকলে কেউই আমরা নাগরিক নয়। সেই ক্ষেত্রে সিএএ এর প্রয়োজন আছে বলে দাবি করেন শান্তনু।
পরবর্তীতে তিনি জানান গত রবিবার দক্ষিণ ২৪ পরগনায় সভাতে ৭ দিনের মধ্যে সিএএ লাগু হবে বলে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ওটা স্লিপ অফ টাং। আগামী এক সপ্তাহের মধ্যে রুল ফ্রেন্ড সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সি এ এ কিছুদিনের মধ্যে লাগু হবে এটা ১০০% গ্যারান্টি।