রাজনীতি

তাপসের সঙ্গে একমঞ্চে, কুণালকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল

Together with Tapas, Kunal was ousted by the Trinamool

The Truth of Bengal: কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে। বুধবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ থেকে নাম না করে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে দেখা যায় কুণাল ঘোষকে। ৩৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরতলায় অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠানে দলীয় কর্মীদের ছাপ্পা না দিতে নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। কুণাল কি বিজেপি প্রার্থীর হয়ে গোপনে কাজ করছেন? দলের মধ্যে এই প্রশ্ন উঠতে থাকে। লোকসভা নির্বাচন চলাকালীন দলের কর্মীদের কাছে অন্যরকম বার্তা যাচ্ছে। ফলে কুণালকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল।

ডেরেক ও’ব্রায়েন-এর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল কুণালকে। আগেই কুণালকে দলের মুখপাত্র পদ থেকে সরানো হয়েছিল। এবার সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল। তৃণমূলের তরফে বলা হয়েছে, কুণালের বক্তব্য দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কুণালের মন্তব্য তাঁর ব্যক্তিগত মন্তব্য বলে জানানো হয়েছে দলের তরফে। কুণালের এই মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই।

বুধবার অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবিরে আগে থেকেই হাজির ছিলেন তাপস রায় ও উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। পরে সেখানে পৌঁছন কুণাল ঘোষ। বিজেপি প্রার্থী তাপস রায় সম্পর্কে তিনি বলেন, ‘তাপস রায়ের মতো জনপ্রতিনিধি সম্পর্কে কিছু বলার নেই। যতদিন দলে ছিলেন মানুষকে পরিষেবা দিয়েছে। তাঁর বাড়ির দরজা সব সময় মানুষের জন্য খোলা থাকত। মানুষ তাঁকে সব সময় পাশে পেয়েছেন। আমরা তাপস রায়কে দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, পারিনি।’ এরপর স্থানীয় দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে কুণাল বলেন, ‘এখানে কোনও ছাপ্পা হবে না। মানুষ ঠিক করবে কে প্রকৃত প্রার্থী। এখানে ছাপ্পা হলে তৃণমূল নেতৃত্বই বারণ করবে। কোনও বুথে কারও ইচ্ছার বিরুদ্ধে যেন একটা ভোটও না পড়ে।’ প্রকাশ্যে কুণালের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তৃণমূল। কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল।

Related Articles