নরম কুনাল, বৈঠক হতে চলেছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে, মধ্যস্থতায় ডেরেক, ব্রাত্য
Kunal meeting to be held with Trinamool leadership, mediated by Derek, Bratya

The Truth of Bengal: দলের প্রার্থীর বিরুদ্ধে কথা বলায় পদ হারাতে হয়েছিল কুনাল ঘোষকে। আগেই মুখপাত্র পথ গিয়েছিল। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও সরিয়ে দেওয়া হয় কুনাল ঘোষকে। স্টার ক্যাম্পেনার তালিকা থেকেও বাদ পড়েন কুনাল। একপ্রকার এক ঘরে অবস্থা হয়ে যায় এই তৃণমূল নেতার। কিছু অনুগামী সামনে তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। পথ হারিয়ে কোণঠাসা কুনাল এখন নরম। ফের তাঁকে কী দেখা যাবে স্বমহিমায়? রাজ্য রাজনীতির অন্দরে কুনাল নিয়ে নানান চর্চা চলছে। চর্চা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও। সূত্রের খবর সন্ধি হতে চলেছে কুনাল ও নেতৃত্বের সঙ্গে। কুনাল ঘোষ কোনরকম দলবিরোধী মন্তব্য করবেন না এমন শর্তে ফের সক্রিয় হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা।
তৃণমূল সূত্রে খবর দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করতে চলেছেন ব্রাত্য বসু ও ডেরেক ও’ব্রায়েন। শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে। রাজ্য রাজনীতিতে তৃণমূলের মুখপাত্র হওয়ার পর থেকে কুনাল নতুন করে স্বমহিমায় ফিরে আসেন। তৃণমূল বিরোধী দলের কোন বক্তব্যের ক্ষুরধার আক্রমণ উপভোগ করেন শাসকদলের কর্মী সমর্থকরা। তবে বেশ কিছুদিন ধরে তার বেসুরো বক্তব্যের জেরে দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হতে হয়।
বিশেষ করে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারাবাহিক আক্রমণ দলকে অস্বস্তিতে ফেলে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীপ্রার্থী তাপস রায় সম্পর্কে তাঁর ভূয়সী প্রশংসা কুনাল ঘোষকে খাদের কিনারায় দাঁড় করায়। দল কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্য সম্পাদক পদে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্টার ক্যাম্পেনার তালিকা থেকেও বাদ দেওয়া হয়। এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে কুনাল ফের ফিরতে পারেন স্বমহিমায়। এখন দেখার ব্রাত্য বসু ও ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে বৈঠক থেকে কোন রফা সূত্র বের হয়।