রাজনীতিরাজ্যের খবর

‘আমি গদ্দার নই, আমি সর্দার’ শিলিগুড়িতে পাল্টা দাবী মিঠুনের

'I'm not a traitor, I'm a leader' counterclaimed Mithun in Siliguri

The Truth of Bengal বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: শিলিগুড়িতে রোড শো করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন শিলিগুড়ির গুরুং বস্তি থেকে চম্পাসারি পর্যন্ত রোড শো করেন তিনি। অপরদিকে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে ভীড় করেন সাধারণ মানুষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন বিজেপির যতো ভিড় বাড়বে ততো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাথা খারাপ হবে। ‘আমি গদ্দার নই আমি সর্দার। যত ভীড় বাড়তে থাকবে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হতে থাকবে ততই বলতে থাকবেন’। এর পাশাপাশি তিনি আরও বলেন ‘যেখানেই যাচ্ছি সেখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আর বিজেপি এইবার ব্যাপক ফল করবে। সাধারণ মানুষ আমাদের সাথে আছেন। আর রাজু বিস্ত ভাল কাজ করেছে রাজু বিস্ত জিতবেই। অপরদিকে কুনাল ঘোষ একটা নর্দমা ওনার নাম নেবেন না। আমি চার জায়গায় ঘুরেছি ভাল সাড়া পেয়েছি দেখা যাক কি হয়’।

Related Articles