রাজনীতি

জোট ধর্মরক্ষায় উদার কংগ্রেস! বিরোধিতা কমাতে রাজ্যে বদলাচ্ছে প্রদেশ নেতৃত্বের মুখ

Adhir Chowdhury

The Truth of Bengal: ভোট বড় বালাই। এই প্রবাদের আরও একটি ছায়ারূপ জন্ম নিয়েছে জোট বড় বালাই। চব্বিশের পাখির চোখ দেশের সাধারণ নির্বাচন। গত তিন দফার বিজেপি বিরোধী বৈঠকে বেশ কিছু রফা সূত্র মিলেছে, তবু কোথাও যেন অন্তর্কলহ মাঝে মধ্যেই দেখা দিচ্ছে। যদিও সেইসব ছোটখাটো গণ্ডগোলকে বাড়তি গুরুত্ব না দিয়ে, বড় জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস হাইকমান্ড। তাই ইঙ্গিত মিলল এবার।

কংগ্রেস সূত্রের খবর, শীর্ষ স্তরে বিজেপি বিরোধী জোট তৈরি হলেও, পশ্চিমবঙ্গে, তৃণমূলের বিরোধিতায় নেমেছে সিপিএম এবং কংগ্রেস জোট। আর এই চিত্র অদূর ভবিষ্যতে জোটের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেকথা মাথায় রেখেই রাজ্যে কিছু সমীকরণ বদলাচ্ছে। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আছেন অধীর চৌধুরি। পাশাপাশি তিনি লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ সদস‌্য। এছাড়াও  পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কমিটিতে প্রথম পাঁচজন সদস্যের মধ্যে রয়েছেন তিনি। অর্থআৎ সার্বিক দিক থেকে অনেকটাই চাপ নিতে হচ্ছে অধীররঞ্জন চৌধুরীকে। সেই চাপ কমাতেই বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড।

যদিও একাংশের দাবি, রাজ্যে তৃণমূলের প্রধান বিরোধীমুখ হিসেবে দেখা গিয়েছে অধীররঞ্জনকে। তৃণমূলের সঙ্গে যাতে আগামী দিনে আসন সমঝোতা নিয়ে কোনও সমস্যা না হয়, তার জন্যই, আপাতত অধীররঞ্জনকে এই প্রদেশ নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে অন্য আরও গুরু দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফলত প্রশ্ন উঠতে শুরু করেছে, অধীররঞ্জন সরলে, তার জায়গায় কে আসবেন? চব্বিশের লক্ষ্যে জোটধর্ম বজায় রাখতে, সঙ্গীদের সঙ্গে নরম মনোভাব রাখতে চাইছে কংগ্রেস। তাই, রাজ্যে প্রধান দল তৃণমূলের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় থাকে এমন কোনও ব্যক্তিকেই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। সেদিক থেকে বিচার করলে, দ্বিতীয়বার ঘুরে ফিরে আসছে প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নাম।

প্রসঙ্গত, প্রদীপ ভট্টাচার্য বরাবরই নরম ব্যক্তিত্বের মানুষ হিসেবে পরিচিত। এমনকী শেষবার তৃণমূলের সমর্থনেই কংগ্রেসের হয়ে রাজ‌্যসভায় গিয়েছিলেন তিনি। ফলত, তৃণমূলের সঙ্গে জোটের সমন্বয় রাখতে তিনি প্রথম পছন্দের তালিকায় রয়েছেন তিনি। অন্যদিকে আরও একটি নাম ভেসে এসেছে, তিনি হলেন প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়। এখন কার উপর প্রদেশ নেতৃত্বের দায়িত্ব আসবে, সেটাই এখন দেখার।

 

Related Articles