অফবিট

মা-বাবাকে খুশি করতে ভাড়া করা হয় বয়ফ্রেন্ড! কী আজব ট্রেন্ড দেখুন

Vietnam Adults Are Hiring Partners On Rent To Please Parents. Applicants Must Be Fit, Good Cook

Truth Of Bengal: ভিয়েতনামে লক্ষ করা যাচ্ছে এক অদ্ভুত ট্রেন্ড। মা-বাবাকে খুশি করতে ভাড়া করা হচ্ছে বয়ফ্রেন্ড! বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে দেখা যাচ্ছে, প্রচুর সংখ্যক মেয়েরা পার্টনার খুঁজছেন। তবে, স্থায়ী নয়। তাঁরা খোঁজ করছেন ফেক বয়ফ্রেন্ডের!

৩০ বছরের মিন থু বলছেন, ‘পরিবার চাপ দিচ্ছিল বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করাতে। কিন্তু, আমি তো সিঙ্গল। মনেও ধরছে না কাউকে। শেষে এক যুবককে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে যান বাবা-মায়ের কাছে। ঘরোয়া কাজে পটু ওই যুবক অনায়াসেই ইমপ্রসে করে নেন আমার পরিবারকে’।

কাহান নগেক কথায়, ‘এক সুদর্শন যুবককে পরিবারের সঙ্গে দেখা করিয়ে দিই। মা-বাবার সঙ্গে সম্পর্ক আরও ভাল হয় তারপর’।

‘ফেক বয়ফ্রেন্ড’ কনসেপ্ট থেকে রমরমিয়ে ব্যবসা করছেন হুই তুয়ান। ক্যাসুয়াল ডেট থেকে ফ্যামিলি গ্যাদারিং, বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে ট্রেনিংও নিয়েছেন তিনি!

তবে, এই সমাধান সাময়িক। বিশেষজ্ঞরা বলছেন, গোটাটাই ভুয়ো জানতে পারলে আঘাত পাবে পরিবার। আস্থাও উঠে যাবে সন্তানের ওপর থেকে। তবে, ভিয়েতনামের এই ট্রেন্ড হইচই ফেলে দিয়েছে সমাজমাধ্যমে।

Related Articles