
The Truth of Bengal: দেশ-বিদেশের পর্যটক মহলে সৈকত নগরী দিঘার দারুণ খ্যাতি। সেই দিঘার মোহনাতেই এবার সন্ধান মিলল নতুন প্রজাতির মাছের। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-র বিজ্ঞানীরা নয়া প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন দিঘার মোহনায়। উজ্জ্বল কমলা রঙের মাছ গভীর সমুদ্রে জলের অনেক গভীরে থাকে। নয়া প্রজাতির মাছের নাম হল “Gurnards” বা “sea-robins”। Triglidae পরিবারভুক্ত এই নয়া প্রজাতির মাছ।
জ্যুলজিক্যান সার্ভে অফ ইন্ডিয়ার ওড়িশার গোপালপুরের Estuarine Biology Regional Centre এর বিজ্ঞানী অনিল মহাপাত্রের নেতৃত্বে গবেষক দল নয়া প্রজাতির মাছের সন্ধান পেয়েছে। নয়া প্রজাতির মাছের বৈজ্ঞানিক নাম “Pterygotrigla hemistica”।এখনো পর্যন্ত গোটা বিশ্বে Triglidae পরিবারভুক্ত ১৭৮ প্রজাতির মাছের (fish species) সন্ধান মিলেছে। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী অনিল মহাপাত্র সম্ভবত দিঘার মোহনায় যে মাছটি পাওয়া গেছে সেটি ভারতে এখনো পর্যন্ত দেখা পাওয়া Pterygotrigla গোত্রের চতুর্থ প্রজাতির মাছ।
দিঘার মোহনা থেকে ২৪ রকমের মাছের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। নানান বিশদ পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি নতুন প্রজাতির মাছ যা sea robins নামে পরিচিত। নমুনাগুলি জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ গোপালপুরের Estuarine Biology Regional Centre ও কলকাতার Marine fish section এ সংরক্ষণ করে রাখা হয়েছে।জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক মেরিন সায়েন্স জার্নাল “Thalassas”-এ। দিঘার মোহনায় এর আগেও জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা বিরল প্রজাতির সামুদ্রিক মাছ Lizard Fish এর খোঁজ পেয়েছিলেন।
Free Access