
The Truth of Bengal,Mou Basu: অর্ধনারীশ্বর। একই দেহে নারী ও পুরুষ। এমনই এক বিরল প্রজাতির পাখির খোঁজ মিলেছে। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় জঙ্গলে বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন এক অসাধারণ দেখতে রঙিন পাখির। পাখিটির দেহের অর্ধেক অংশ মেয়ে পাখির, অর্ধেক অংশ পুরুষ পাখির। পাখিটির দেহের একটা দিক সবুজ রঙের অপর দিকটি নীলচে রঙের।
শরীরের সবুজ রঙের অংশটি মেয়ে পাখির আর নীলচে রঙের অংশটি পুরুষ পাখির। বিরল প্রজাতির পাখির নামটিও ভারী সুন্দর, Green Honeycreeper। প্রথমে কলম্বিয়ার জঙ্গলে এই বিরল প্রজাতির পাখির খোঁজ পান অপেশাদার পক্ষীবিশারদ জন মুরিলো। তিনি পাখিটির ছবি তুলে বিজ্ঞানী হামিশ স্পেনসারকে জানান। কলম্বিয়ায় ছুটি কাটাচ্ছিলেন বিজ্ঞানী স্পেনসার।
তিনিই নানা পরীক্ষা নিরীক্ষা করে জানান, ‘এই পাখির অর্ধেক শরীর মেয়ে পাখির, অর্ধেক শরীর পুরুষ পাখির। একই শরীরে পুরুষ ও নারীর শরীর। পাখিদের মধ্যে এমন অর্ধনারীশ্বর ঘটনা অত্যন্ত বিরল। এনিয়ে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা।’বিজ্ঞানীরা দেখেন একাকী থাকতে ভালোবাসে এই বিরল প্রজাতির পাখি। Journal of Field Ornithology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।