অফবিট

অসাধারণ অগ্রণীর ভূমিকা নিয়েছে জাপান,গাড়িতে বদলে যাবে রোবট

Cars will be robots

The Truth of Bengal,Mou Basu: রোবট হল ‘ফিউচারিস্টিক টেকনোলজি’-র মূল ভিত। রোবটের নানান অসাধারণ কারকুরি ও ব্যবহার গোটা পৃথিবীর সামনে তুলে ধরার ক্ষেত্রে সব সময় অগ্রণী ভূমিকা নিয়েছে জাপান। সেই জাপানের একদল বিজ্ঞানী-গবেষক এমন এক ট্রান্সফরমার রোবট বানিয়েছেন যা রাতারাতি আস্ত গাড়িতে বদলে যাবে। নয়া ট্রান্সফরমার রোবটের নাম “Archax”।

জাপানের Tsubame Industry নামক এক সংস্থা তৈরি করেছে এমন অভিনব ট্রান্সফরমার রোবট Archax। জাপানের সংস্থাটি নয়া রোবট তৈরির জন্য ৫টি প্রি-অর্ডার বা আগাম অর্ডারও নিয়ে নিয়েছে। প্রতিটি রোবটের দাম ধরা হয়েছে জাপানি মুদ্রায় ৪০০ মিলিয়ন ইয়েন (২.৬ মিলিয়ন মার্কিন ডলার)।

তবে এই ট্রান্সফরমার রোবট Archax গাড়ি নিজে থেকে চলতে পারে না। এই রোবট গাড়ি চালাতে মানুষ চালক প্রয়োজন যিনি ভেতরে বসে রোবটকে পরিচালনা করবেন। Archax রোবটের ওজন ৩.৫ টন। চালক ২টি জয়স্টিক, ২টি পেডাল আর একটা টাচ প্যানেলের সাহায্যে রোবটকে চালনা করা হবে। এছাড়াও চারপাশে লক্ষ্য রাখার জন্য থাকবে একাধিক ক্যামেরা ও স্ক্রিনের সুবিধা। এই নয়া প্রযুক্তির রোবট গাড়ির আনুমানিক দৈর্ঘ্য ১৪.৮ ফুট। চাকা লাগানো রোবট গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ কিলোমিটার।

Related Articles