কলকাতারাজনীতি
Trending

Big Breaking : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলার

Woman's complaint of molestation against the governor

The Truth Of Bengal : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা । যিনি আবার রাজভবনে কর্মরত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। মহিলার অভিযোগ, গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে নানা ইঙ্গিত করছিলেন। চেম্বারে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয় অভিযোগ করেন ওই মহিলা।

অভিযোগকারী মহিলা রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। ওই মহিলার অভিযোগ, তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল। তাঁকে ‘বিউটিফুল’ বলে সম্বোধনও করেছেন। সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হঠাৎ রাজভবনের ওসি’র ঘরে হাজির হন ওই মহিলা। তারপরই শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সব মহলে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ যায় রাজভবনে। মহিলাকে থানায় এনে অভিযোগ দায়েরর পর্ব চলছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে গোটা বিষয়টি।

Related Articles