
The Truth of Bengal: ফের দাপট শীতের। জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরল বাংলায় । জানুয়ারির শেষেও ঝোড়ো ব্যাটিং শীতের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ হেরফের হবে না। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।
এদিন কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের বেশকিছু জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায় কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ থাকবে খুব হালকা বৃষ্টি হতে পারে।
পাশাপাশি সকালের দিকে কুয়াশাও থাকবে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত দু এক জেলায় যেমন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়াতে খুব হালকা বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা থাকছে। ২২ তারিখে দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া থাকবে এবং দু এক জায়গায় হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে ২২ তারিখে শুকনো ওয়েদার থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তে নিচে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।