কলকাতা
ছোট খালে লাল রঙের সুটকেস পড়ে ! সুটকেসের তালা খুলতেই উদ্ধার মৃতদেহ
Dead body found in suitcases in Newtown

The Truth of Bengal: নিউটাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালে একটি লাল রঙের সুটকেস প্রথমে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দেয়া হলে টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, সুটকেসর তালা খুলতেই দেখে এক ব্যক্তির মৃতদেহ।
অনুমান করা হচ্ছে ৫০ থেকে ৫২ বছর বয়স ওই মৃত ব্যক্তির। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি, কিভাবে তার মৃত্যু হল তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করে কেউ বা কারা এখানে ফেলে রেখে গেছে। তবে সামনেই লোকসভায় নির্বাচন তার আগে সুটকেস বন্দী এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।