কলকাতা

একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায় জানেন ?

Heat wave warning in multiple districts, do you know which districts?

The Truth Of Bengal : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ ও প্রবাহের সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এ বুধবার থেকে তাপপ্রবাহের সর্তকতা। ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এই জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে জানাল আলিপুর হাওয়া অফিস। শুধু এই জেলাগুলি নয় কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রির কাছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পূর্বাভাস। যখন দক্ষিণবঙ্গে তা প্রবাহে তপ্ত হবে তখন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসি । রোদের দাপটে কার্যত বাইরে বেরনো দায়ের হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েকদিন ধরে এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও দেখা নেই ঝড়-বৃষ্টির। বলা যেতে পারে এক প্রকার চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে,  এই রকম আবহাওয়া আরও কিছুদিন থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে , আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। অন্য দিকে কোচবিহার ও আলিপুরদুয়ারে । এছাড়াও, চলতি সপ্তাহে ৩৮ বা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে বলে জানিয়েছে আবহাওয়া  দফতর । এছাড়াও কলকাতায় বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে।

অন্য দিকে, মঙ্গল ও বুধবারও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে। এছাড়াও, উত্তর রঙ্গের কিছু জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে  কালিম্পং ও জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় । হাওয়া অফিসে তরফ থেকে  জানানো হয়েছে বুধবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

Related Articles