
The Truth of Bengal: মরশুমের শীতলতম দিনের পরদিনই এক লাফে বাড়ল তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় পারদ নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। আর বুধে তাপমাত্রা বেড়ে হল ১৬.৩ সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পারদ ২ ডিগ্রি বেশি। এর আগে ১২ ও ১৩ জানুয়ারি ১২ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা।
জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। বুধবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন বেশ লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।