আগামী ১৪ ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতা পুরসভার অধিকাংশ এলাকায়
Water supply to be suspended in most areas of Kolkata Municipality on December 14

Truth Of Bengal: কলকাতা পুরসভা আগামী ১৪ ডিসেম্বর, সকাল ৯টা থেকে পুরো দিনরাত ধরে টালা জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শহরে পানীয় জল সরবরাহ আবার চালু হবে ১৫ ডিসেম্বর, রবিবার সকালে। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পরে এই ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র জানান, “টালা এবং পলতায় জরুরি মেরামতের প্রয়োজন হয়েছে। সেই কারণে ১৪ তারিখে সকালের জল সরবরাহের পর, পানীয় জল উৎপাদন ও সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে পানীয় জলের সঠিক সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
জল সরবরাহ বন্ধ থাকার কারণে উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ড এবং সল্টলেক পুর এলাকার প্রায় ৪০ শতাংশ অঞ্চলে জল সরবরাহ প্রভাবিত হবে।
পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পলতা এবং টালা জল সরবরাহ কেন্দ্র মিলে অন্তত ৫০টি জরুরি মেরামতির কাজ করা হবে। এর মধ্যে রয়েছে পাইপের ছিদ্র মেরামত, চেক ভালভের সংস্কার এবং জলের চাপ নিয়ন্ত্রণ।
পলতা কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ২৪২ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। তবে টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য, রোজ কিছুটা জল সংরক্ষণ করা হয়। এই মেরামতির ফলে কলকাতা পুর এলাকার অন্তত ৬৫ শতাংশ অঞ্চলে সাময়িকভাবে জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে।
নাগরিকদের এই সময়ের জন্য জল সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। পুরসভার পক্ষ থেকে শহরবাসীর অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে এবং দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।