
The Truth of Bengal: প্রতিবারের মতো এবারও নারী দিবস উপলক্ষে শহরে তৃণমূলের তরফে পদযাত্রার আয়োজন করা হয়।শিবরাত্রির জন্য ৭মার্চ কলেজস্ট্রিট থেকে মিছিল শুরু হয়।’মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’ এই স্লোগান দিয়ে হয় পদযাত্রা।নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।মহামিছিল শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে।লোকসভার আগে দলবদলের খেলায় বিজেপিকে পাল্টা দিয়ে তৃণমূলের মিশন-২৪ দেখা যায়।সেখানে একসময়ের বিজেপির বিধায়ক ও মতুয়াসমাজের প্রতিনিধি মুকুটমণি অধিকারী,পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা তুলে নেন। রাজ্যের মহিলাদের রেকর্ড অংশগ্রহণে এই পদযাত্রা কার্যতঃ জনপ্লাবন সৃষ্টি করে।সভা থেকে অভিজিত গঙ্গোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ.’বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু…বিজেপি পার্টিতে জয়েন করার কথা বলছেন। বিজেপি বললেই বিচার… এখন খুশি তাঁর মুখোশটা খুলে পড়েছে। যাঁদের চাকরি খেয়েছিলেন তাঁরাই এবার আপনার বিরুদ্ধে লড়াইতে নামবেন।জনগণই কাল থেকে আপনার বিচার করবে।
বাংলার ৬০টির ওপর প্রকল্প চালুর মতোই রেলযোগাযোগ বৃদ্ধি করা যে তাঁর লক্ষ্য তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার মোদীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘যা যা প্রকল্প উদ্বোধন করে গিয়েছেন, সব আমার করা।’’তাই বিজেপির ভোট চমক কে যিনি থোড়াই কেয়ার করেন তা এদিন জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে স্পষ্ট করে দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।বাংলাকে বদনাম করা বা বাংলার দুর্নামের রাজনীতির বিরুদ্ধে আরও সোচ্চার আন্দোলনের কথাও ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুঝিয়ে দেন, বিনাযুদ্ধে বিজেপিকে এতটুকু জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। চব্বিশে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক টর্নেডো তৈরি করার ডাকও দেন তৃণমূল সুপ্রিমো।১০মার্চ ব্রিগেডে মেগা সভা। জনতাকে মমতার বার্তা, আগামী দিনে দেশ বাঁচাতে হলে বাংলা বাঁচাতে বিজেপির বিরুদ্ধে তর্জন করতে হবে, গর্জন করতে হবে।
তাঁর কথায় বিজেপি সামনে থেকে লড়তে ভালোবাসে।সম্মুখসমরে ভয় পায়।তাই আসলে ভোটে জেতার জন্য সিবিআই-ইডিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন।তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়েই কী এই ইঙ্গিত উঠছে প্রশ্ন। বাংলার ময়দানে রাজনীতির খেলায় বিজেপিকে বোল্ডআউট করতে তৃণমূল কংগ্রেস যে সর্বাত্নক লড়াই করবে তা সুর সপ্তমে চড়িয়ে জানিয়ে দেন মমতা বন্দ্য়ওপাধ্যায়।