কলকাতারাজ্যের খবর
Trending

রেমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত,শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

Train services disrupted for Remal, a bunch of trains canceled on Sealda branch

The Truth Of Bengal : ঘূর্ণিঝড় রেমালের জন্য আশঙ্কায় রয়েছে ওপার বাংলার মতোই এপার বাংলার মানুষ।উপকূলের মানুষের মতোই সারা রাজ্যের মানুষও বেশ আশঙ্কিত।এরমাঝে আবার ঘূর্ণিঝড়ের জেরে শিয়ালদা দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বেশকিছু ট্রেনের পরিষেবা।

একইসঙ্গে   বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। সেই তালিকায় রয়েছে,  শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর-নামখানা,  শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

হাওড়া বিভাগেও একাধিক ট্রেন বাতিল হচ্ছে শনিবার থেকে। শনিবার একাধিক হাওড়া-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। রবিবারও ওই লাইনে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি, একাধিক হাওড়া-সিঙ্গুর লোকাল বাতিল করা হয়েছে।

Related Articles