কলকাতাদেশ

বড় খবর! পুজোর মুখেই বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

Train Cancelled

The Truth of Bengal: পুজোর মুখে ভ্রমণপিপাসুদের জন্য দুঃসংবাদ। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বাতিল উত্তর ভারতগামী একাধিক ট্রেন। মঙ্গলবার নর্দান রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। যার ফলে হরিদ্বার-বারানসীর দিকে ওই সময় ব্যাহত থাকবে ট্রেন চলাচল। রেললাইনের সংস্কার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি সহ একাধিক কারণে লখনউ শাখার বারাণসী লাইনে কাজ চলবে।

এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, রেললাইনের প্রি-ইন্টারলকিং/নন-ইন্টারলকিংয়ের কাজও চলবে অক্টোবর পর্যন্ত। ফলে ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের রুট বদলাতে চলেছে। এই সমস্যার ফলে বিপাকে পড়েছে এ রাজ্যের পর্যটনপ্রেমীরা। অনেকেই ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। কিন্তু তাঁরা এখন কিভাবে, কোথায় যাবেন তা নিয়ে সংশয়ে পড়েছেন।

একঝলকে দেখে নিন কোন কোট ট্রেন বাতিল হয়েছে,

13553- আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস (31.08.2023- 15.10.2023) ২)13554- বারাণসী-আসানসোল মেমু এক্সপ্রেস (01.09.2023 -16.10.2023) ৩)22323- কলকাতা-গাজিপুর সিটি শাব্দভেদি এক্সপ্রেস (31/08, 7/09, 14/09, 21/09, 28/09, 5/10, 12/10/2023) ৪)22324- গাজিপুর সিটি-কলকাতা শাব্দভেদি এক্সপ্রেস (1/09, 8/09, 15/09, 22/09, 29/09, 6/10, 13/10/2023) ৫)13429- মালদা টাউন- আনন্দবিহার উইকলি এক্সপ্রেস (15/09, 22/09, 29/09, 6/10 & 13/10/2023) ৬)13430- আনন্দবিহার-মালদা্ টাউন উইকলি এক্সপ্রেস (16/09, 23/09, 30/09, 7/10, 14/10/2023) ৭)14003 – মালদা টাউন – নয়া দিল্লি এক্সপ্রেস (12/09, 16/09, 19/09, 23/09, 26/09, 30/09, 3/10, 7/10, 10/10, 14/10/2023) ৮)14004 – নয়া দিল্লি- মালদা টাউন এক্সপ্রেস (10/09, 14/09, 17/09, 21/09, 24/09, 28/09, 1/10, 5/10, 8/10, 12/10/2023) ৯)12357- কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস (3/10, 7/10, 10/10, 14/10/2023) ১০) 12358- অমৃতসর- কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস (5/10, 9/10, 12/10, 16/10/23) ১১)12371- হাওড়া-বিকানের সুপারফার্স্ট উইকবি এক্সপ্রেস (2/10, 09/10/23) ১২)12372- বিকানের-হাওড়া সুপারফার্স্ট উইকলি এক্সপ্রেস (5/10, 12/10/23) ১৩) 12353- হাওড়া- লালকুয়াঁ এক্সপ্রেস (6/10, 13/10/2023) ১৪) 12354- লালকুয়াঁ-হাওড়া এক্সপ্রেস (7/10, 14/10/2023)।

এছাড়া লখনউ শাখার বারাণসী লাইনের একাধিক ট্রেনের রুট ঘোরানো হয়েছে।

 

Related Articles