রবীন্দ্রনাথের নামে মিথ্যাচার! বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য নিয়ে বললেন ব্রাত্য বসু?
তাঁর অভিযোগ, গেরুয়া শিবির অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজাও।
Truth Of Bengal: সম্প্রতি, কর্নাটকের এক বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি এক অনুষ্ঠান থেকে বলেন যে দেশের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ লেখা হয় ব্রিটিশদের খুশি করতে, যা জানার পর ক্ষোভ উগরে দেয় কংগ্রেস। এবার এই ব্যাপার নিয়ে মুখ খুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে তীব্র নিন্দা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, গেরুয়া শিবির অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজাও।
বিজেপির দিকে অভিযোগের আগুন তুলে ব্রাত্য বসু বলেন, “এই গানের সঙ্গে কোনও সম্পর্ক নেই পঞ্চম জর্জের আসার। বিজেপি আমাদের মিথ্যাকে খাইয়ে দিতে চাইছে। পুজোর সময় তো প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর লেখা অনেক গান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসেন পুজো উদ্বোধন করতে। তার মানে কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে গান লেখা হয়েছে ওনাকে স্বাগত জানাতে?”
শিক্ষামন্ত্রী আরও বলেন, “বিভেদ তৈরি করার চেষ্টা চলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। ছোট প্রমাণ করার চেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটা বাঙালি মানবে না। এর তীব্র বিরোধিতা জানাই আমরা।” এই অভিযোগ একাধিকবার উঠেছে যে পঞ্চম জর্জকে স্বাগত জানাতে ‘জন গণ মন’ লিখেছিলেন কবিগুরু। তবে ইতিহাসের মতে, তিনি নিজেই এটা জানিয়েছিলেন যে ব্রিটিশদের সঙ্গে কোনও যোগ নেই এই গান লেখার। সেক্ষেত্রে দেখার যে গেরুয়া শিবিরের তরফ থেকে এই ব্যাপারে কি জানানো হয়। তবে দিনের শেষে এমন মন্তব্যের জেরে যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।





