কলকাতা

বদল নেই আবহাওয়ার, সামান্য নামবে তাপমাত্রা

There is no change in the weather, the temperature will drop slightly

The Truth Of Bengal: বসন্ত এসে গেছে তার মানেতো এর পর থেকে শুরু মনোরম আবহাওয়া। এতদিন ধরে আপাতত শুষ্ক আবহাওয়া কিছুটা বজায় থাকলেও এবার সামান্য নামবে তাপমাত্রা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

মহানগরে আপাতত পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৩ ডিগ্রি। আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। আগামী দু’দিন তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বদল নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিন দক্ষিণের কোন জেলাতেই বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে।

এদিকে উত্তরবঙ্গে আজ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। উত্তরের বেশ কিছু জেলাতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না।

FREE ACCESS

Related Articles