ফাল্গুনের শুরুতেই ভিজল মহানগরী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়
The metropolis was drenched at the beginning of Falgun, with rain accompanied by thunder and lightning in several districts of the state

Truth Of Bengal: পূর্বাভাস সত্যি করে ফাল্গুনের প্রথম ভাগেই রাজ্যজুড়ে শুরু হলো বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা বেড়ে যায়, আর বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি।
শীত বিদায় নেওয়ার পর থেকেই কলকাতার আবহাওয়ায় গরমের আমেজ ছিল স্পষ্ট। দিনের বেলায় ঘাম হওয়া স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটিয়েছে দুটি ঘূর্ণাবর্ত ও সক্রিয় অক্ষরেখার সংযোগ। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে, এবং সেই পূর্বাভাস সত্যি হয়েছে।
এদিন সকাল থেকেই হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বেলা যত বেড়েছে, বৃষ্টির তীব্রতাও তত বেড়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং পরে সেখানে বৃষ্টিপাত শুরু হয়। বিশেষ করে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম, ভাতার, কাটোয়া ও মঙ্গলকোট এলাকায় সকাল নটা থেকেই বৃষ্টি শুরু হয়, এমনকি কিছু অংশে শিলাবৃষ্টিও দেখা গেছে।
বসন্তের এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে প্রকৃতিরও। ঝরতে শুরু করেছে আকাশমনি, পলাশ ও রাধাচূড়ার ফুল। পাশাপাশি, আমের মুকুলেরও কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। বিশেষ করে বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রায় বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে, পুরুলিয়া, হাওড়া, নদিয়া সহ একাধিক জেলায় বৃষ্টি চলছে এবং আপাতত এই আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ নেই। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।