কলকাতা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার এর কাছে সরাসরি ফর্ম জমা দেওয়া যাবে।

Truth Of Bengal: ভোটারদের সুবিধার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়াল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা, নাম বিয়োজন কিংবা ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য নির্ধারিত ফর্ম (ফর্ম ৬, ৬ক, ৭ ও ৮) জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) করা হয়েছে।

এই সময়সীমা ছিল ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার এর কাছে সরাসরি ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়াও অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে। ভোটাররা মোবাইলে ECINET অ্যাপ ডাউনলোড করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in-এ লগইন করে ফর্ম জমা দিতে পারবেন।

ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও তথ্য বা সহায়তার জন্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০-তে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে কমিশনের তরফে।

Related Articles