কলকাতা
Trending

অসুস্থ কবীর সুমনকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী,

The Chief Minister went to the hospital on Thursday to see the sick Kabir Suman.

The Truth Of Bengal: জেলা সফর শেষে কলকাতায় ফিরেই অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সুমন কেমন আছেন জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ আগের চেয়ে ভাল আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি যাব করছেন। কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া যাবে না। এক বার এমন হয়েছে। আবার যখন-তখন এমন হতে পারে। তাই আমি বললাম, এখনও ১০ দিন থাকতে হবে। সুস্থ হয়ে ফিরবেন”।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানালেন, সুমন যেহেতু এখন কথা বলতে পারছেন, তাই অন্য গল্পও হয়েছে। বাংলা খেয়াল নিয়ে কথা বলেছেন সুমন। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে গায়ক তাঁর কাছে চকোলেট খাওয়ার আবদার করেন। যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সুমনের সেই আবদার পূরণও করেছেন। তবে গায়কের যেহেতু ডায়াবিটিস আছে, তাই চিকিৎসকেরা চকোলেটটা বাদ দিয়ে বিস্কুটের অংশটা খাওয়ার অনুমতি দিয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, বিপদ এখনও কাটেনি। নিউমোনিয়া রয়েছে গায়কের। হার্টের অবস্থাও ভালো নয়। হাই ডায়াবেটিক রোগী তিনি, ফলে চিকিৎসকরা এখনও গায়ককে বিপদ মুক্ত বলছেন না।

 

Related Articles